গল্প : ০১
কিছুক্ষণ আগে আগ্রাবাদের একটা অভিজাত হোটেলের সামনে একটা মাইক্রোবাস এসে থামলো। ভেতরে একটা মেয়ে ও কয়েকটা ছেলে। তাদের হয়ত প্ল্যান ছিল হোটেলে রুম নিবে। মেয়েটাকে সেখানে নেওয়া হবে।
মেয়েটাকে নামানোর চেষ্টা করা হচ্ছে মাইক্রোবাস থেকে। কিন্তু মেয়েটা নামবে না। জোড়াজোড়ি করা হচ্ছে। মেয়েটা কিছুতেই নামবে না। টানাটানি চলছে। এক বড় ভাই সেটা দেখে মাইক্রোবাসের কাছে এগোলেন। পকেট থেকে মোবাইল বের করলেন। সেটা দেখা মাত্রই মাইক্রোটি একটানে চলে গেলো।
যাদের সাথে বের হন তারা কেমন মানসিকতার তা আগে জেনে নিন। পুরা টানা হেঁচড়ার মধ্যে কতক্ষণ নিজেকে সেফ রাখতে পারবেন সেটাও দেখার বিষয়।
কিছুক্ষণ আগে আগ্রাবাদের একটা অভিজাত হোটেলের সামনে একটা মাইক্রোবাস এসে থামলো। ভেতরে একটা মেয়ে ও কয়েকটা ছেলে। তাদের হয়ত প্ল্যান ছিল হোটেলে রুম নিবে। মেয়েটাকে সেখানে নেওয়া হবে।
মেয়েটাকে নামানোর চেষ্টা করা হচ্ছে মাইক্রোবাস থেকে। কিন্তু মেয়েটা নামবে না। জোড়াজোড়ি করা হচ্ছে। মেয়েটা কিছুতেই নামবে না। টানাটানি চলছে। এক বড় ভাই সেটা দেখে মাইক্রোবাসের কাছে এগোলেন। পকেট থেকে মোবাইল বের করলেন। সেটা দেখা মাত্রই মাইক্রোটি একটানে চলে গেলো।
যাদের সাথে বের হন তারা কেমন মানসিকতার তা আগে জেনে নিন। পুরা টানা হেঁচড়ার মধ্যে কতক্ষণ নিজেকে সেফ রাখতে পারবেন সেটাও দেখার বিষয়।
ঘটনাটা এজন্যই শেয়ার করা কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কার বা কাদের সাথে যাচ্ছেন সেটা আরেকবার ভাবলে কিংবা সচেতন হলে উপকারই হবে। * ফে লিংক
++++++++++++++++++++++++++
গল্প : ০২।।***
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় বাদামতলী মোড়ের একটু আগে অ্যাম্পল টাওয়ার বিল্ডিংটার বিপরীত দিকে একটা গলি আছে। সে গলির ভেতরে কয়েকটা হোটেল। হোটেল আলামিন একটা।
কিছুক্ষণ আগে অদ্ভূত সুন্দর একটা দৃশ্যের স্বাক্ষী হলাম। সময় পৌনে তিনটা।
বাদামতলী মোড়ে যত ফকির ভিক্ষা করে তাদের খোঁজ করে আনা হলো। হোটেলের এক কর্মচারী গিয়ে তাদের সাথে করে নিয়ে এলেন। এরপর হোটেলের ক্যাশে বসা লোকটা তাদের খাওয়ার দিতে বললেন বয়দের।
++++++++++++++++++++++++++
গল্প : ০২।।***
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় বাদামতলী মোড়ের একটু আগে অ্যাম্পল টাওয়ার বিল্ডিংটার বিপরীত দিকে একটা গলি আছে। সে গলির ভেতরে কয়েকটা হোটেল। হোটেল আলামিন একটা।
কিছুক্ষণ আগে অদ্ভূত সুন্দর একটা দৃশ্যের স্বাক্ষী হলাম। সময় পৌনে তিনটা।
বাদামতলী মোড়ে যত ফকির ভিক্ষা করে তাদের খোঁজ করে আনা হলো। হোটেলের এক কর্মচারী গিয়ে তাদের সাথে করে নিয়ে এলেন। এরপর হোটেলের ক্যাশে বসা লোকটা তাদের খাওয়ার দিতে বললেন বয়দের।
তাদের হোটেলে খাওয়ানো হচ্ছে। বৃদ্ধ আছে, বৃদ্ধা আছে, পা হারা মানুষটিও আছে।
হোটেল মালিকের কথা, মানুষের আত্মার দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া।
নাহ কোন মিডিয়াকে দেখানোর জন্য না, কোন রিপোর্ট হওয়ার জন্যও না শুধুমাত্র আত্মার দোয়া পাওয়ার জন্য এ ধরণের কাজ খুব কম জনের পক্ষেই করা সম্ভব।
## ৫ সেপ্টেম্বর১৪। # ফেবু লিংক
+++++++++++++++++++++++++++
গল্প : ০৩।।
প্রতদিন সন্ধ্যায় নাস্তা করার পর এক কলিগসহ ঝালমুড়ি খাই, ভালো লাগে। আগ্রাবাদ মাজার গেইটের সামনে কয়েকটি চশমার দোকান আছে। ওই দোকান গুলোর সামনে ঝালমুড়িওয়ালা দাঁড়ায়।
সন্ধ্যার সময়টাতে আগ্রাবাদে জ্যাম থাকে। ঝালমুড়ি খেতে খেতে থমকে দাঁড়ানো লোকজনকে দেখি।
কাল খেতে খেতে ঝালমুড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাই দিনে কেমন বিক্রি হয়?
- বারশ থেকে তেরশ টাকা।
- কতক্ষণে বের হন?
- দুইটার দিকে। প্রথমে চৌমুহনী দাড়াই, সন্ধ্যার দিকে এখানে আসি, রাত দশটার দিকে মোগলটুলি চলে যাই। বারটা বাজলে সেখান থেকে বাসায় চলে যাই।
হোটেল মালিকের কথা, মানুষের আত্মার দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া।
নাহ কোন মিডিয়াকে দেখানোর জন্য না, কোন রিপোর্ট হওয়ার জন্যও না শুধুমাত্র আত্মার দোয়া পাওয়ার জন্য এ ধরণের কাজ খুব কম জনের পক্ষেই করা সম্ভব।
## ৫ সেপ্টেম্বর১৪। # ফেবু লিংক
+++++++++++++++++++++++++++
গল্প : ০৩।।
প্রতদিন সন্ধ্যায় নাস্তা করার পর এক কলিগসহ ঝালমুড়ি খাই, ভালো লাগে। আগ্রাবাদ মাজার গেইটের সামনে কয়েকটি চশমার দোকান আছে। ওই দোকান গুলোর সামনে ঝালমুড়িওয়ালা দাঁড়ায়।
সন্ধ্যার সময়টাতে আগ্রাবাদে জ্যাম থাকে। ঝালমুড়ি খেতে খেতে থমকে দাঁড়ানো লোকজনকে দেখি।
কাল খেতে খেতে ঝালমুড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাই দিনে কেমন বিক্রি হয়?
- বারশ থেকে তেরশ টাকা।
- কতক্ষণে বের হন?
- দুইটার দিকে। প্রথমে চৌমুহনী দাড়াই, সন্ধ্যার দিকে এখানে আসি, রাত দশটার দিকে মোগলটুলি চলে যাই। বারটা বাজলে সেখান থেকে বাসায় চলে যাই।
আমরা দুইজনে এটা বুঝতে পারলাম ঝালমুড়ি বিক্রিতে ভালোই আয় হয়। অনেক বড় বড় শিক্ষিতের আয়ের চেয়েও কয়েক গুণ বেশি আয় করে!
## ১ সেপ্টম্বর ১৪। # ফেবু লিংক
++++++++++++++++++++++++++++++++++++
## ১ সেপ্টম্বর ১৪। # ফেবু লিংক
++++++++++++++++++++++++++++++++++++