অনেক আগে থেকেই অল্প কিছু লিখতাম। তবে কখনোই তা ধারাবাহিক ভাবে ছিল না। কিন্তু প্রথম আলো ব্লগে আসার পর লেখায় একটা কম শক্তিশালী হলেও ধারাবাহিকতা তৈরি হয়।
কাল বন্ধু দিবস গেল। ব্লগে প্রথম যখন আসি তখন অনেক ব্লগার সক্রিয় ছিলেন যারা এখন ব্লগে আসেন না। কাল তাদের উপস্থিতিতে ব্লগ হয়ে উঠে অনেক প্রিয়। প্রিয় বন্ধু হয়ে উঠেন ব্লগাররা। মন্তব্য করেন। মাঝে মাঝে করতে পারেন না ব্যস্ততার কারণেও। না করলে খারাপ লাগে।
কিন্তু তাদের বেশ কয়েকজন এখন ব্লগেই আসেন না।
কাল বন্ধু দিবস গেল। ব্লগে প্রথম যখন আসি তখন অনেক ব্লগার সক্রিয় ছিলেন যারা এখন ব্লগে আসেন না। কাল তাদের উপস্থিতিতে ব্লগ হয়ে উঠে অনেক প্রিয়। প্রিয় বন্ধু হয়ে উঠেন ব্লগাররা। মন্তব্য করেন। মাঝে মাঝে করতে পারেন না ব্যস্ততার কারণেও। না করলে খারাপ লাগে।
কিন্তু তাদের বেশ কয়েকজন এখন ব্লগেই আসেন না।