।।প্রথম পর্ব।।
ফরিদের মাথা ব্যথা করছে। ভীষণ ব্যথা। একটু আগে নাপা ট্যাবলেট খেয়েছে দুইটা এক সাথে। তারপরও কাজ করছে না। অথচ আজ দিনটি জীবনে একবারই আসে। প্রাণ প্রণ চেষ্টা করছে মাথা ব্যথা ভুলতে কিন্তু পারছে না। বাসায় মেহমান ভর্তি। কেউ সোফায়, কেউ মেঝেতে থাকবে রাত্রে। তবে নতুন বউ জামাইয়ের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা। শত হোক বাসর রাত বলে কথা।
ফরিদের মাথা ব্যথা করছে। ভীষণ ব্যথা। একটু আগে নাপা ট্যাবলেট খেয়েছে দুইটা এক সাথে। তারপরও কাজ করছে না। অথচ আজ দিনটি জীবনে একবারই আসে। প্রাণ প্রণ চেষ্টা করছে মাথা ব্যথা ভুলতে কিন্তু পারছে না। বাসায় মেহমান ভর্তি। কেউ সোফায়, কেউ মেঝেতে থাকবে রাত্রে। তবে নতুন বউ জামাইয়ের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা। শত হোক বাসর রাত বলে কথা।