শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
দিবস
বাবা দিবস
হাজার হাজার জন জানলো ছেলেটি তার বাবাকে ভালোবাসে। অনেক খানি ভালোবাসে! শুধু বাবা-ই জানলো না।
গ্রামে থাকা বাবার যে ফেসবুক আইডি নেই! ( ফেবুতে )
হাজার হাজার জন জানলো ছেলেটি তার বাবাকে ভালোবাসে। অনেক খানি ভালোবাসে! শুধু বাবা-ই জানলো না।
গ্রামে থাকা বাবার যে ফেসবুক আইডি নেই! ( ফেবুতে )
ভুল
০১..
সিরাজ সাহেবের মোবাইলে একটার পর একটা কল আসছে। তিনি বেশ বিরক্ত। মোবাইল বন্ধ রাখলেই ভালো হতো। কিন্তু সেটা করা সম্ভব না। যেকোন সময় খবর আসতে পারে। তাই মোবাইলটা সাথেই রাখতে হচ্ছে।
বেশির ভাগ নাম্বারই আননোন নাম্বার। পরিচয় দেয়ার পর চিনতে পারছেন।
: কে বলছেন?
সিরাজ সাহেবের মোবাইলে একটার পর একটা কল আসছে। তিনি বেশ বিরক্ত। মোবাইল বন্ধ রাখলেই ভালো হতো। কিন্তু সেটা করা সম্ভব না। যেকোন সময় খবর আসতে পারে। তাই মোবাইলটা সাথেই রাখতে হচ্ছে।
বেশির ভাগ নাম্বারই আননোন নাম্বার। পরিচয় দেয়ার পর চিনতে পারছেন।
: কে বলছেন?
চাইনিজ মেয়ে
নতুন যে চার্জলাইটটি কেনা হয়েছে সেটি বেশিক্ষণ জ্বলে
না। এক মাস না হতেই লাইটের এ দশায় সব দোষ পড়ল যে লাইটটি কিনে এনেছে তার
ওপর। লাইটটির ক্রেতা আমি। যদিও টাকা আমি দিইনি। আম্মু দিয়েছে। আব্বা বলছে,
কী লাইট এনেছে, আধা ঘণ্টা না জ্বলতেই নিভে যায়। এর চাইতে মোমবাতিও তো বেশি
আলো দেয়। অযথা টাকাগুলো নষ্ট করা হয়েছে।
রোমান্টিক স্ট্যাটাস (২০১৬)
চোখ
: আমি তোমার চোখ দেখি।
: চোখে কি দেখো?
: একটা সময় ওই চোখে আমার জন্য কিছু আবেগ ছিল। সেগুলো খুঁজি।
: পেয়েছো?
: না, ঝাপসা হয়ে গেছে। স্পষ্ট হচ্ছে না।
: শুনো, সম্পর্কগুলো এমন। যোগাযোগে গ্যাপ হলে সম্পর্কগুলো ঝাপসা থেকে ঝাপসাতর হতে থাকে। একসময় কিছুই থাকে না।
: আমি তোমার চোখ দেখি।
: চোখে কি দেখো?
: একটা সময় ওই চোখে আমার জন্য কিছু আবেগ ছিল। সেগুলো খুঁজি।
: পেয়েছো?
: না, ঝাপসা হয়ে গেছে। স্পষ্ট হচ্ছে না।
: শুনো, সম্পর্কগুলো এমন। যোগাযোগে গ্যাপ হলে সম্পর্কগুলো ঝাপসা থেকে ঝাপসাতর হতে থাকে। একসময় কিছুই থাকে না।
অভিজ্ঞতা
রান্না করছেন। চোখে চশমা আছে। চুলায় কোন একটা তরকারি হচ্ছে! রান্নার কি
অবস্থা দেখার জন্য ঢাকনা তুললে জমে থাকা গরম ধোয়া বেরিয়ে এসে ঠিক চশমার
গ্লাসে এসে জমা হয়। কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে যায় পৃথিবী!
ফেবুলিংক
++++++++++++++
ফেবুলিংক
++++++++++++++
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)