বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

শব্দহীন হাসি (অনুগল্প)

: কিছু মেয়েকে সুন্দর হওয়ার জন্য অনেক সাজতে হয়। অনেক সময় ব্যয় করে তবে ঘর থেকে বেরোতে হয়। আর কিছু মেয়ে এম্নেতেই অনেক সুন্দর। তাদের সাধারণ চেহারাটাই অসাধারণ!
: তো?
: এই মুহূর্তে আমি তেমন একজন অসাধারণ মেয়ের সাথে কথা বলছি।
: এসব কথাগুলো এখন থাক।

বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

আড়ি (অনুগল্প)

: আপনার মোবাইলটা একটু দেবেন?
: আমার মোবাইল দিয়ে তুমি কি করবে?
: একটা কথা লিখে আমার মোবাইলে পাঠাবো। আপনি তো কখনও পাঠাবেন না। তাই আমিই পাঠাই।
: তুমি পাঠালে সেটা তো আমার কথা হবে না।
: সান্ত্বনাতো অন্তত পাবো। আমার যখনই মন খারাপ হবে ওই মেসেজটি দেখবো। মন ভালো হবে।