বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

মোবাইল নাম্বার ভুলে গেলে : নিজের মোবাইল নাম্বার জানতে

আমার এক বন্ধু রিচার্জের দোকানে গিয়ে একটা সমস্যায় পড়ল। রিচার্জ করবে। কিন্তু যে মোবাইলে করবে সে নাম্বারটা মুখস্ত নেই। আসলে তাকেও দোষ দেয়া যায় না। এটা ওর অপশনাল সিম। কম খরচে নেট নিতে পারে তাই শুধু নেট প্যাকেজ কিনতে এ সিমটা ব্যবহার করে। দোকানদার বলল, তার মোবাইলে কল দিতে। তাহলেই নাম্বার পেয়ে যাবে।
বন্ধুটি বলল, টাকা থাকলেইতো কল যাবে। মোবাইলের ব্যালেন্স জিরো।