মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

গুগল এডসেন্স এপ্রুভ না হওয়ার তিন কারণ



গুগলের এডসেন্স প্রোগ্রামের মাধ্যমে অনেকে অর্থ উপার্জন করে। ব্যক্তিগত ভাবে বিজ্ঞাপন সংগ্রহ করা অনেকের পক্ষে সম্ভব হয় না। গুগল বিজ্ঞাপন দাতা এবং সাইটের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়া হয় এডসেন্সের মাধ্যমে। কোন সাইট এডসেন্সের জন্য আবেদন করা হলে গুগল শর্তপূরণ সাপক্ষে সেটা এপ্রুভ করে নেয়। পরে সেখানে গুগল বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন থেকে অর্জিত অর্থের একটা অংশ গুগল সাইটের মালিকের সাথে শেয়ার করে। তবে অনেকের অভিযোগ এডসেন্সে তাদের আবেদন এপ্রুভ করা হচ্ছে না।