রত্নার সাথে ফাহাদের দেখা সাড়ে তিন বছর পর। সর্বশেষ দেখা হয়েছিল বিষন্ন
এক সন্ধ্যায়। বাসায় ঝামেলার পর বের হয়েছিল রত্না। যারা সবসময় চটপটে ধরণের
থাকে তারা যখন টেনশনে থাকে তখন তাদের অচেনা লাগে। রত্নাকেও অচেনা মনে
হচ্ছিলো।
এসেই বলে, আজ রাতে আমাকে দেখতে আসবে। চলো আমরা পালিয়ে যাই।
: দেখতে আসলেই তো বিয়ে হবে না।
: বাসার পরিবেশ দেখে মনে হচ্ছে আজ রাতেই আকদ। চলো না আমরা পালিয়ে যাই। আমি আর ঘরে ফিরে যাবো না।
এসেই বলে, আজ রাতে আমাকে দেখতে আসবে। চলো আমরা পালিয়ে যাই।
: দেখতে আসলেই তো বিয়ে হবে না।
: বাসার পরিবেশ দেখে মনে হচ্ছে আজ রাতেই আকদ। চলো না আমরা পালিয়ে যাই। আমি আর ঘরে ফিরে যাবো না।