বুধবার, ৩ জুলাই, ২০১৩

সেলিব্রেটি

রাত সাড়ে তিনটা বাজছে। কিছুক্ষণ পরই পাখি ডাকা শুরু হবে। মসজিদ গুলো থেকে ভেসে আসবে ফজরের আযান। আস্তে আস্তে পৃথিবী আলোকিত হয়ে উঠবে। রিমন পিসির সামনে বসে আছে। ফেসবুক খোলা। মেসেজের ট্যাবের দিকে মনযোগ ওর।

সোমবার, ১ জুলাই, ২০১৩

ইনবক্স

আচ্ছা একটা না দেখা ছেলের কথা শুনে তার জন্য কান্না আসে কেন! নিজেই নিজেকে প্রশ্ন করে ইসরাত। গত কয়েকদিন ধরে বেজায় মন খারাপ ওর। রাতের বেলা কষ্টটা আরো বেড়ে যায়। একটা ছেলের এত দু:খ থাকবে কেন।

এমন অবস্থা যে লুকিয়ে কাঁদতে হয়। বাসার কেউ দেখলে জিজ্ঞেস করে বসবে, কান্নার কারণ কি। মা-টা সব বুঝে যায়। তাই কান্নার সময়ও সাবধানে থাকতে হয়। যাতে আশে পাশে কেউ না থাকে। এজন্য বাথরুমে ঢুকে অনেকটা সময় থাকে ইসরাত।