বাংলা টাইপ : মাঝে মাঝে লেখার ওপর আমাদের বিরক্ত আসে। ভাবি ইশ আমাদের লেখাগুলো যদি কেউ লিখে দিতো। আমরা বলব আর কেউ শুনে শুনে লিখবে। কতই না ঝামেলা কমত।
আমাদের সে হতাশা কাটাতে এগিয়ে এসেছে গুগল ভয়েস। এখন গুগল ভয়েস
দিয়ে বাংলাতেও লেখা যাচ্ছে। তবে তা কাগজের পাতায় না। মোবাইলের পাতায়। আর কষ্ট করে
অক্ষর দেখে দেখে টাইপ করতে হবে না। আমরা বলবো। আর তা শুনে শুনে টাইপ করে দেবে
গুগল। এবং লেখাগুলো বাংলা অক্ষরেই।