শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

গুগল ভয়েসে বাংলা টাইপ : বলবেন আপনি টাইপ করবে গুগল



বাংলা টাইপ : মাঝে মাঝে লেখার ওপর আমাদের বিরক্ত আসে। ভাবি ইশ আমাদের লেখাগুলো যদি কেউ লিখে দিতো। আমরা বলব আর কেউ শুনে শুনে লিখবে। কতই না ঝামেলা কমত। 

আমাদের সে হতাশা কাটাতে এগিয়ে এসেছে গুগল ভয়েস। এখন গুগল ভয়েস দিয়ে বাংলাতেও লেখা যাচ্ছে। তবে তা কাগজের পাতায় না। মোবাইলের পাতায়। আর কষ্ট করে অক্ষর দেখে দেখে টাইপ করতে হবে না। আমরা বলবো। আর তা শুনে শুনে টাইপ করে দেবে গুগল। এবং লেখাগুলো বাংলা অক্ষরেই।


গুগল ভয়েস গুগলের একটা ফিচার। এটা এন্ড্রয়েড চালিত মোবাইলে সাধারণত থাকেই। সে গুগল ভয়েসে যেতে হবে প্রথমে। লিসেনিং আসলে ইংরেজিতে কিছু বলুন। যেহেতু সেটা ইংরেজিতে ডিফল্ট থাকে। দেখবেন যা বলেছেন তা সার্চ করা শুরু করেছে। এবার সেখান থেকে সেটিংয়ে যান। সেটিং থেকে ভয়েস। ভয়েসে ল্যাঙ্গুয়েজ অপশনে বাংলা (বাংলাদেশ ) থাকলে তা সিলেক্ট করে দিন।


আরও কিছু সেটিং বাকী আছে। এজন্য মোবাইল সেটিংয়ে যেতে হবে। সেখান থেকে নিচে সিস্টেমে যেতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুট সিলেক্ট করতে হবে। নিচে ভয়েস ইনপুট দেখবেন। সেটা থেকে গুগল টেক্সট টু স্পিচ ইঞ্জিন সেটিং ক্লিক করলে সেখানে নিচে ইনস্টল ভয়েজ ডাটা পাওয়া যাবে। সেখান থেকে বেঙ্গলী (বাংলাদেশ) ইনস্টল করতে হবে। ফাইলটি ৬.১
  মেগাবাইটের।


হয়ে গেলো। এখন ল্যাঙ্গুয়েজে এসে বাংলা সিলেক্ট করে দিন। বাংলা টাইপ এর চেয়ে আর সহজ আগে কখনও ছিল না।







আরও ভালো ভাবে বোঝার জন্য ভিডিওটি দেখতে পারেন।