রোজা চলছে। কয়েকটা রোজা এরি মধ্যে পার হয়ে গেছে। এক এক সময় ভাবি প্রতিদিন ডায়েরী লিখব। দিনের যাই ঘটুক কিছু না কিছু হিন্টস আকারে হলেও লিখে রাখবো। কিন্তু ঐ বলাটাই সায়। লেখা হয় না।
জোর করে লিখতে বসলাম। কিন্তু কি লিখবো। ঘটনার মত কিছুই হয় নি আজ। আর ডায়েরীর লেখার সুন্দর সময় গভীর রাত। তখন মন তরল থাকে। সবাই ঘুমিয়ে পড়ে। যারা জাগ্রত থাকে তাদের ভাবার সুযোগ থাকে এই পৃথিবীটা এখন শুধু তাদের।
জোর করে লিখতে বসলাম। কিন্তু কি লিখবো। ঘটনার মত কিছুই হয় নি আজ। আর ডায়েরীর লেখার সুন্দর সময় গভীর রাত। তখন মন তরল থাকে। সবাই ঘুমিয়ে পড়ে। যারা জাগ্রত থাকে তাদের ভাবার সুযোগ থাকে এই পৃথিবীটা এখন শুধু তাদের।