রাস্তাঘাট এদিকটায় একটু ভাঙা। গাড়ি একটু পর পর ঝাঁকি খাচ্ছে। আর লাফিয়ে উঠছে। কিছু কিছু গর্ত ভয়ংকর। সেখানে আবার বৃষ্টির পানি জমেছে। গাড়ির চাকা যখন ঐ পানির উপর দিয়ে যায় তখন পানি গুলো ছিটিয়ে পড়ে। পাশে কোন পথচারী থাকলে তাকে ঐ নোংরা পানি জলসিক্ত করে দেয়।
গাড়ি যে দুলছে এতে বড়রা একটু বিরক্ত হলেও বেশ মজা পাচ্ছে ছোট দুই সদস্য। অনুভা আর নুবাহ। গাড়ি লাফায় আর তা দেখে অনুভাও লাফিয়ে উঠে। গাড়ির চেয়ে ওর লম্ফজম্পটা একটু বেশিই হয়। অনুভার মা মানা করে। অনুভা ব্যথা পাবে, এভাবে সিটের মধ্যে লাফালাফি করো না।
গাড়ি যে দুলছে এতে বড়রা একটু বিরক্ত হলেও বেশ মজা পাচ্ছে ছোট দুই সদস্য। অনুভা আর নুবাহ। গাড়ি লাফায় আর তা দেখে অনুভাও লাফিয়ে উঠে। গাড়ির চেয়ে ওর লম্ফজম্পটা একটু বেশিই হয়। অনুভার মা মানা করে। অনুভা ব্যথা পাবে, এভাবে সিটের মধ্যে লাফালাফি করো না।