বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

মোবাইল নাম্বার ভুলে গেলে : নিজের মোবাইল নাম্বার জানতে

আমার এক বন্ধু রিচার্জের দোকানে গিয়ে একটা সমস্যায় পড়ল। রিচার্জ করবে। কিন্তু যে মোবাইলে করবে সে নাম্বারটা মুখস্ত নেই। আসলে তাকেও দোষ দেয়া যায় না। এটা ওর অপশনাল সিম। কম খরচে নেট নিতে পারে তাই শুধু নেট প্যাকেজ কিনতে এ সিমটা ব্যবহার করে। দোকানদার বলল, তার মোবাইলে কল দিতে। তাহলেই নাম্বার পেয়ে যাবে।
বন্ধুটি বলল, টাকা থাকলেইতো কল যাবে। মোবাইলের ব্যালেন্স জিরো।

জটিল সমস্যা!

পরে সেখানে থাকা একজন একটা কোড বলল। সেটা ডায়াল করতে বলল। ডায়াল করতেই বন্ধুর মোবাইলে তার নিজের নাম্বার ভেসে উঠল।

যারা এ ধরণের সমস্যায় পড়েন তারা নিজের নাম্বার খুজে পেতে নিজের কোড গুলো ব্যবহার করতে পারেন। ক্ষণিকের মধ্যে সমাধান।

গ্রামীণ ফোনের কোন গ্রাহক এ ধরণের সমস্যায় পড়লে ডায়াল করুন *১১১*৮*২#

রবি গ্রাহক হলে ডায়াল করতে হবে *১৪০*২*৪#


বাংলালিংকের গ্রাহকদের ডায়াল করতে হবে *৫১১#

আর এয়ারটেলের গ্রাহকদের জন্য কোডটি হল *১২১*৬*৩#

টেলিটকের ক্ষেত্রে এমন কোড নেই। তবে মেসেজ অপশনে গিয়ে TAR লিখে ২২২ নাম্বারে পাঠিয়ে সহজেই নাম্বার জেনে যাবেন।

এখন থেকে নাম্বার ভুলে গেলেও নো টেনশন! কোডগুলো জানা থাকলেই হলো।