মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

মার্কেটের সাপ্তাহিক ছুটি


কোন নির্দিষ্ট মার্কেটে শপিং করতে গিয়ে যদি দেখেন পুরা মার্কেটই বন্ধ তখন মেজাজ অনেক খারাপ হয়। নিজেকে বোকা মনে হয়। এজন্য আপনার পছন্দের মার্কেটে যাওয়ার আগে ওই মার্কেটের সাপ্তাহিক ছুটির দিনটা জেনে যান। যাতে মার্কেটে গিয়ে আপনাকে হতাশ না হতে হয়।

ঢাকার মার্কেট গুলোর সাপ্তাহিক বন্ধ :
 
রবিবার: আই.ডি.বি ভবন, মিরপুর, খিলগাঁও তালতলা মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, গুলশান, রামপুরা।

মঙ্গলবার : ধানমন্ডি মাল্টিপ্লান মার্কেট, নিউ মার্কেট, এ্যালিফ্যান্ট রোড, ইষ্টান প্লাজা, মোতালেব প্লাজা, নাহার প্লাজা, হাতিরপুল, ফার্মগেট, বসুন্ধরা মার্কেট।

বুধবার : যমুনা ফিউচার পার্ক।

বৃহস্পতিবার : মৌচাক মার্কেট, শাহজাহানপুর, টুইনটাওয়ার কনকর্ড, কর্ণফুলি মার্কেট, ইস্টান প্লাস শপিং কমপ্লেক্স,

শুক্রবার : মতিঝিল, চকবাজার, নবাবপুর, নারায়নগঞ্জ সমবায় মার্কেট।

চট্টগ্রামের মার্কেটগুলোর সাপ্তাহিক ছুটি :

রোববার
: আমিন সেন্টার
মঙ্গলবার : সানমার,