শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

স্ট্যাটাস সমগ্র : ০১

## যুক্তি দেখলেই বিভ্রান্ত হওয়ার কিছু নেই। হিরো কিংবা জিরো বানিয়ে ফেলার কিছু নেই।
কেননা অনেক যুক্তির পেছনেই স্বার্থ হাসে! ( ফেবুতে )

## কিছু ছোটখাটো অভিমান অনেক বেশি শক্তিশালী হয়। রাতের বেলা সে অভিমানের তীব্রতা সেকেন্ডের কাটায় কাটায় বাড়তে থাকে! ( ফেবুতে )


## বেশ কিছুদিন চ্যাটে কথা না হলে তুমি-কেও আপনি মনে হয়! ( ফেবুতে )

## মেয়েটি প্রতিদিন তার হাসিমাখা ছবি আপলোড করত। সে বুঝাতে চাইতো সে অনেক ভালো আছে। বোকা লাইকাররা কখনও তার কষ্ট বুঝতে যায়নি। তারা শুধু হাসিটাই দেখতো। ( ফেবুতে )

## বন্ধু আর অবন্ধুর পার্থক্য বুঝবেন কিভাবে?
আপনার ইচ্ছেকৃত বা অনিচ্ছাকৃত ভুল দেখলে আপনার বন্ধু আড়ালে আপনাকে সংশোধন করতে বলবে। আর অবন্ধু হলে সবার সামনে বলবে! ( ফেবুতে )

## মেয়েরা অনেক কিছু সহ্য করে নেয়, কিন্তু প্রিয় মানুষটির মুখে অন্য মেয়ের প্রশংসা এটা মানতে পারে না। ( ফেবুতে )