বাবা দিবস
হাজার হাজার জন জানলো ছেলেটি তার বাবাকে ভালোবাসে। অনেক খানি ভালোবাসে! শুধু বাবা-ই জানলো না।
গ্রামে থাকা বাবার যে ফেসবুক আইডি নেই! ( ফেবুতে )
++++++++++++++++++++++
মা দিবস
ছেলেটি যথাযোগ্য মর্যাদায় এবারের মা দিবস পালন করল। ঠিক এক বছর পর বৃদ্ধাশ্রমে ফুল নিয়ে গিয়ে মায়ের সাথে দেখা করল। মায়ের সাথে দুপুরে খেলো।
ছেলেকে দেখে মা মহাখুশী!
-বাজান, এসব ফুলের কি দরকার ছিল?
- মা, আজ মা দিবস।
বিদায়ের সময় মা জিজ্ঞেস করেন, বাবা, যারা দিবসগুলো ঠিক করে তাদের সাথে যোগাযোগের কোন উপায় আছে?
ছেলে অবাক হয়। কেন মা? তাদের সাথে যোগাযোগ করে করবেটা কি?
মা-য়ের গলা নিচু হয়ে আসে। এখনই যেন কেঁদে দিবেন। কোনমতে নিজেকে সামলিয়ে বলে, তাদের সাথে কথা বলতে পারলে বলতাম, মা দিবসটা যেন প্রতিটা মাসে অন্তত একবার দেয়। তাহলে আমার প্রিয় বাজানরে প্রতিমাসে একবার দেখতে পারতাম। পুত্রের জন্য পরাণ ছটফট করে। ( ফেবুতে )
হাজার হাজার জন জানলো ছেলেটি তার বাবাকে ভালোবাসে। অনেক খানি ভালোবাসে! শুধু বাবা-ই জানলো না।
গ্রামে থাকা বাবার যে ফেসবুক আইডি নেই! ( ফেবুতে )
++++++++++++++++++++++
মা দিবস
ছেলেটি যথাযোগ্য মর্যাদায় এবারের মা দিবস পালন করল। ঠিক এক বছর পর বৃদ্ধাশ্রমে ফুল নিয়ে গিয়ে মায়ের সাথে দেখা করল। মায়ের সাথে দুপুরে খেলো।
ছেলেকে দেখে মা মহাখুশী!
-বাজান, এসব ফুলের কি দরকার ছিল?
- মা, আজ মা দিবস।
বিদায়ের সময় মা জিজ্ঞেস করেন, বাবা, যারা দিবসগুলো ঠিক করে তাদের সাথে যোগাযোগের কোন উপায় আছে?
ছেলে অবাক হয়। কেন মা? তাদের সাথে যোগাযোগ করে করবেটা কি?
মা-য়ের গলা নিচু হয়ে আসে। এখনই যেন কেঁদে দিবেন। কোনমতে নিজেকে সামলিয়ে বলে, তাদের সাথে কথা বলতে পারলে বলতাম, মা দিবসটা যেন প্রতিটা মাসে অন্তত একবার দেয়। তাহলে আমার প্রিয় বাজানরে প্রতিমাসে একবার দেখতে পারতাম। পুত্রের জন্য পরাণ ছটফট করে। ( ফেবুতে )