সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

কম্পিউটার নিয়ে কিছু স্মৃতি


ছোটকাল থেকেই কম্পিউটারকে দুর্লভ এবং অনেক অনেক বড় কিছু ভাবতামযাদের বাসায় কম্পিউটার থাকতো তাদের অনেক বড় মনে হতোহিংসা হতো

তা ২০০৫ সালে একটা কম্পিউটার নিয়ে ফেললামঢাকায় বসুন্ধরা সিটিতে মেলা চলছিলসেখানে ফ্লোরাতে অর্ডার দিলামতিনদিন পর দিবেমেলা থেকে নেওয়ার প্রকাশ্য লাভ হচ্ছে কম্পিউটারের সাথে একটি ক্যামেরা ফ্রিঅলিম্পাস এনালগ ক্যামেরাভাগ্যিস তখন ডিজিটাল সরকার ছিল নাএনালক ক্যামেরা নিয়ে কোন তিরস্কার শুনতে হয় নাই


তা তিন পর গেলাম মতিঝিলে ফ্লোরার অফিসেসেখান থেকে ডেলিভারী দেওয়া হলো সাথে দেওয়া হলো একজন ইঞ্জিনিয়ারনাম সোহেলকুয়েট থেকে পাস করছেতার দায়িত্ব হচ্ছে আমার সাথে বাসায় গিয়ে কম্পিউটার সেট করে দিবে

কম্পিউটার কানেক শন করার জন্য ইঞ্জিনিয়ার সাথে করে নিয়ে গিয়েছি ব্যাপার এখন চিন্তা করলে হাসি পাইতবে যথেষ্ট সদালপী সোহেল ভাইযাওয়ার সময় দেশ নিয়ে, লেখাপড়া নিয়ে অনেক গল্প হলো

বাসায় গিয়ে লাইন দেওয়া হলোআমি চরম উত্তেজিতএকটা কম্পিউটারের গর্বিত অধিকারীইচ্ছেমত চালাতে পারবোভাবতেই অন্যরকম লাগছেতো লাইন দেওয়ার পর কম্পিউটার অন করছেনলাইট জ্বলে উঠলউইন্ডোজ এক্সপি লোড নিলএরপর একটা ড্রাইভে ঢুকে হিন্দী গান চালালোউল্লেখ্য যে কিছু গান, ছবি লোড করে দিয়েছে ফ্লোরা থেকেইকিন্তু এই কি গান বেজে যাচ্ছে কেন? হঠা করে থেমে যাচ্ছে তারপর চলছে, আবার থামছেঅনেকটা ফিতা বেজে গেলে ক্যাসেট চালালে যেরকম হয়

তা কয়েকবার রিস্টার্ট নিয়ে গান পরিবর্তন করেও যখন হচ্ছে নাতখন সোহেল ভাই তার চিফের কাছে ফোন দিলেনএদিকে আমার মন খারাপ

তা টের পেয়ে সোহেল ভাই আমাকে স্বান্তনা দিতে লাগলেনকোন জিনিষ প্রথমে সমস্যা হলে ভালপরে আর সমস্যা হয় নাআর চিন্তার তো কিছু নাইযত বড় সমস্যা হোক ওয়ারেন্টি তো আছে আপনারসমাধান ফ্লোরাই করে দেবেকোন টেনশন নিবেন না

আমি শুকনা হাসির চেষ্টা করিভান করি মন খারাপ হয় নাই

চীফ বেশ কিছু নির্দেশনা দিয়েছেনসেগুলোতে চেষ্টা করেন সোহেল ভাইকিন্তু সমাধান হয় নাপরে বলা হলো সিপিউটি যেন আবার নিয়ে যাওয়া হয় ফ্লোরাতে

তা বিকালের দিকে গেলাম সিপিউ নিয়ে ফ্লোরা ওয়ার্কশপেআদমজী কোর্টএসি রুমের ভিতরে চলছে কম্পিউটার মেরামতচীফ আসগর ভাইপরিচিত হলাম বান্দরবানের কাস্টমার শুনে আগ্রহ দেখালেন

তা বললেন সময় লাগবেদুইদিন পর দেওয়া হবে

গেলাম দুই দিন পরআমার কম্পিউটারটা ঠিক করার দায়িত্ব পড়ল লুবনা আপুর উপর মিস্টি হাসি দিয়ে আপনি দেখেন ঠিক হয়েছে কিনাআমি একটু বাহির থেকে আসছি
আমি বললাম- কিভাবে দেখব

তিনি বললেন, গান চালিয়ে দেখেনএকটা গান শেষ হলে অন্য আরেক ফোল্ডার থেকে গান দেবেনথেমে যায় নাকি দেখেন

আমি তখনও গান বদলাতেই পারতাম নাএকটু লজ্জিত হয়ে বললাম, আপু আমি তো গান বদলাতে পারি না

তা শুনে আবার লুবনা আপু মিস্টি করে হাসলেনবললেন , ঠিক আছে সমস্যা নেই আমি দিয়ে দিচ্ছিআপনি শুধু দেখেন মধ্যখানে থেমে থেমে যায় নাকি

দেখলাম থামছে নাগতিশীল ভাবে চলছে

জিজ্ঞেস করলাম কি সমস্যা হয়েছেবলল, মাডারবোর্ড চেঞ্জ করে দেওয়া হয়েছেইন্টেলের মাডারবোর্ড৯৪৫ সিরিজ মডেলের

আমি একটু খুশীনতুন আরেকটা মাডার বোর্ড পেয়ে গেলাম

আর সবার ব্যবহার কি সুন্দরআমি মুগ্ধঅনেক আন্তরিক তারা
সিপিউ বাকসে ভরে দিলতা নিয়ে বাসায় ফিরলাম