সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

বৈশাখে ঢাকায় ব্লগারদের সাথে -২০০৯


প্রাণে বাজে বৈশাখী মাদল" একদিকে চলছে মঞ্চ বানানো অন্যদিকে চলছে আমাদের প্রাণবন্ত আড্ডা

মহাসমারোহে চলছে প্রথম আলো ব্লগারস ফোরাম কর্তৃক আয়োজিত প্রথম অনুষ্ঠানের প্রস্তুতিএই অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্ম প্রকাশ ঘটতে যাচ্ছে প্রথম আলো ব্লগার স ফোরামের সবাই মহা উত্তেজিতমঞ্চ বানানো হচ্ছে

এদিকে একপাশে রাতের আড্ডা চলছেবিভিন্ন বিষয়ে কথাবার্তা হচ্ছে

নীল সাধু ভাই অর্ধশতাধিক টেবিল ঘুরে হাজারো অনিশ্চয়তা. সন্দেহ. প্রতিকূলতা জয় করে সব্বোর্চ পর্যার থেকে অনুমতি নিয়ে এসেছেন তা ব্যাখ্যা করেছেনসবাই দেশের অবস্থা দেখে মহা চিন্তিত

সাথে চলছে খানা পর্ব

গরম চাসাথে গরম চপ. বেগুনী, পিয়াজু খাওয়ায় ব্যস্ত
এ মুহূর্তে বাদাম চিবোচ্ছে সবাইপোস্ট লেখার অপরাধে আমি বাদাম থেকে বঞ্চিত
টেবিলের ভূমিকায় নীরব পথিক ভাইতাহার কোলের উপর ল্যাপটপ রাখা

যদিও তাহার বাদাম খাওয়ার মিস নাই
লাইটম্যানের ভূমিকায় রাফেল ভাইতাহাকে ধন্যবাদ ল্যাপটপ নিয়ে আসার জন্য'

কাজলা দিদি ভাই পাশে বসে পরামর্শ দিচ্ছেন
নীল সাধু ভাই ঘুরে ঘুরে চারপাশ দেখছেন

ধ্রুবো ভাই ব্যস্ত গল্প বলায়

হরবোলা ভাইও অভিজ্ঞতা শেয়ার করছেন

রাজিন ভাই এইমাত্র দুইটা বাদাম ভেঙে আমার মুখে ঢুকিয়ে দিয়েছেন

জিয়া ভাই. মুরুব্বী ভাই, আমার কবিতা ভাই অন্যন্য খাবারের ব্যবস্থা করছে


এরি মধ্যে কেনা হয়ে গেছে বিশাল দুই কার্টুন মিষ্টান্ন খাবার আর অনেকগুলো বাঁশের ঝুড়ি

এই মাত্র কয়েকশ বোতল বিশুদ্ধ পানি আনা হচ্চেরাফেল ভাই রাজিন ভাই মহা বিরক্ত এত পানির বোতলের প্যাকেট টানতে টানতে

ঠান্ডা তরমুজও চলে এসেছেধ্রুবো ভাই নীল সাধু ভাই রাফেল ভাই রাজিন ভাই কাজলা দিদি ভাই ব্যস্ত তরমুজ আনতে

সামনে দেখছি তরমুজের পাহাড় আর মিনারেল ওয়াটারের পানির বন্যা

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কবিরনি ভাই
এবং এই মাত্র যোগ দিলেন আমি কবির ভাই


বিশেষ ঘোষণা- সম্মানিত যেসব লেখক ব্লগারা বই আনবেন, তারা দয়া করে আন্দামান ভাইয়ের সাথে যোগাযোগ করুন



++++++++++++++++
 বৈশাখী অভিজ্ঞতা অনুভূতির জোয়ার জোরালো :
 
সকাল বেলায় সবার মেজাজ ফুরফুরে থাকার কথা নয়কেননা অনেকটা পথ হেঁটে আসতে হয়েছেঅনেক দূর থেকেই গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছেকোন ধরণের যানবাহনই চলছে না
আমি আর রাফেল ভাই বৈশাখী অনুষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিরিকসা চালক চেয়েছিলেন নয়া পল্টনেই আমাদের নামিয়ে দিতেকারণ সেখান থেকে প্রেস ক্লাবের দিকে যে রাস্তাটি গেছে তা কাঁটা তারের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে রিকসাকে জোরা জোরি করতে হলো আরো কিছুদূর নেওয়ার জন্য

তা নামলামএবার হাঁটার পালাহাঁটছিরাস্তায় মানুষের ভীড়হঠাৎ একটা বাস রাফেল ভাই হাত দেখালেন বাসটি থামানোর জন্যকিন্তু বাস থামল নাবাস ভর্তি পুলিশদায়িত্ব পালন করতে যাচ্ছেরাফেল ভাই তো আর পুলিশ না

তা যা বলছিলামভীড় ঠেলে এতদূর হাঁটার পর মন ফুরফুরে থাকার কথা নয় তারপরও দেখি সবার চেহারায় দেখি হাসির ফোয়ারাজিয়া ভাই নিখুঁত বৈশাখী সাজে এসেছেন স্বাগত জানালেনসৈকত ভাই ভোরেই ফোন দিয়েছেনতিনি জানালেন সকাল ছয়টা থেকেই তিনি অনুষ্ঠান প্রাঙ্গনেনীলসাধু ভাই, জামান ভাই, সাইক্লোন ভাই সহ আরো ব্লগারের সাথে দেখা হলোসবাই প্রাণবন্তসবাই উচ্ছাসিত আনন্দে ভাসছে ভাল লাগল সবার আনন্দ দেখে

একজনের পর একজন ব্লগার আসছেল্যাপটপ বসানো হলোসেখান থেকে প্রথম পোস্ট দিয়ে দিলামসাথে কিছু ছবিছবিগুলো রাফেল ভাই যুক্ত করে দিলেন

প্রিয় প্রিয় ব্লগারদের সাথে শুভেচ্ছা বিনিময় হচ্ছেবখতিয়ার শামীম ভাইকে প্যাড এগিয়ে দিয়ে বললাম লিখে দেন অনুভূতিবখতিয়ার শামীম ভাই পাশে দাঁড়ানো এক আপুকে দেখিয়ে দিয়ে বললেন, ওনার কাছ থেকে নেনআপুটির দিকে তাকালাম হাসছেনআপুটি বোধ হয় শামীম ভাইয়ের ইয়ে...

খাবারের টেবিলের সামনে দাঁড়িয়ে আছিপাশে বসা আছে এক দম্পতিচিনলাম না একটু পর বললেন, আমি হাফিজআরে আমাদের প্রিয় ব্লগার হাফিজুর রহমান চৌধুরী সাথে স্ত্রীপরিচয় হয়ে অনেক ভাল লাগলযদিও বেশিক্ষণ ছিলেন নাকিছুক্ষণ পরই হাফিজ ভাইকে আর খুঁজে পাইনি

ভালবাসার দেয়াল ভাই অনুষ্ঠানের অনেক পরে এসেছেনসব ব্লগাররা তখন মঞ্চ দখল করে আছেআর ভালবাসার দেয়াল ভাই মনযোগ দিয়ে অনুষ্ঠান উপভোগ করছে তো আমি ভালবাসার দেয়াল ভাইকে দেখে মঞ্চ থেকে নেমে তার দিকে এগিয়ে গেলামভালবাসার দেয়াল ভাই দুঃখ প্রকাশ করলেনঘুমের বিশ্বাসঘাতকতার কারণে অনেক ইচ্ছা থাকা স্বত্বেও তিনি অনুষ্ঠানে ঠিক সময়ে আসতে পারেন নাইএদিকে তখন মাইক্রোফোনে কবির য়াহমদ ভাইতিনি আমাদের কথপোকথন লক্ষ্য করে ঘোষণা দিলেন বই পাগল আড্ডা দিচ্ছে ভালবাসার দেয়ালের সাথেনিজের নাম মাইকে শুনে অন্যরকম অন্যরকম লাগছিল

বিবর্ণ আলো আপুও এসেছিলেনতাকে পরিচয় দিতেই একটু অবাক হলেনকথা হলো কিছু লিখতে বললাম প্যাডেকিছু লিখলেনলেখার সাথে একটি কার্টুনও এঁকে দিলেন শেষে আমাকে জানালেন আপনার সেলফোন নাম্বার তো আমার কাছে আছেহা হা হা (ম্যাগাজিন থেকে নাম্বারটি প্রাপ্ত হয়েছেন)

রুদ্র অক্ষর আপু একটা কবিতা আবৃত্তি করলেনযদিও একটু তাড়াতাড়িই অনুষ্ঠান ছেড়ে চলে গেছেনযাওয়ার আগে কথা হলোবললেন, মাথা ব্যথা করছে খুবআমি বললাম, নাপা খান, ভাল হয়ে যাবেশুনে হাসলেন

হরবোলা ভাই পরিবার নিয়ে এসেছিলেনবললাম প্যাডে লিখতেতিনি প্রথমে নাম লিখে ফেললেনপরে যখন বললাম অনুভূতি লিখতে হবেতখন নামটি একটা আকৃতি দিয়ে দিলেননামের আশে পাশে আঁকা আঁকির কারণে ঐ নামটা একটা কার্টুন হয়ে গেল বুঝার উপায় নেই যে ভুলে আগে নাম লিখে ফেলেছিলেনচমৎকার উপস্থিত বুদ্ধি

সকাল বেলায় মাইক্রোফোন নিয়ে কিছু সবাইকে সম্ভাষণ জানালেন নীল সাধু ভাই
একটা ব্যাপার অনেক অংশগ্রহণ কারী জানে না

হঠাৎ করে সাউন্ড কন্ট্রোল বক্স থেকে ধোয়া বের হলোধপ করে উঠল যন্ত্রটি বেশ অনেক ধোঁয়াশেষ সব শেষরাতে সব টেস্টিং করা হয়েছেতারপরও সকালে এ দশা কেন? পুরা সাউন্ড অফআইসি সহ আরো কিছু জ্বলে গেছেটেকনিক্যাল ম্যানের মুখের ভয়াবহ দুশ্চিন্তার ছাপসে জেনারেটর বন্ধ করে দিয়েছে

সারা শহরে অনুষ্ঠানসব সাউন্ড সিস্টেম ব্যস্তবদলি সাউন্ড সিস্টেম যে আনা হবে সে সুযোগও নেইকি করা? অনুষ্ঠানটি কি মাইক্রোফোন ছাড়াই হবে

অনেকে হতাশএই দিনে একটা অসম্ভব ব্যাপার আবার সাউন্ড সিস্টেম যোগাড় করা কি হবে এখন? তারপরও বুঝতে দেওয়া হলো না হতাশার ব্যাপার গুলোসবাই স্বাভাবিকযেভাবে হোক মিলন মেলা আনন্দদায়ক হবে

হলি হক ভাই এরিমধ্যে জানালেন তাকে চলে যেতে হচ্ছেঅফিসের প্রোগামে যোগ দেবেনসবার সাথে দেখা করতে এদিকে ঘুরে গেলেনছায়াবাজি ভাইও নাকি অফিসের ফাঁদে আটকা পড়েছেন

তা সাউন্ড সিস্টেমের কি হবে? এতগুলো শিল্পী এসেছেতারা কি পারফর্ম করতে পারবে না

আন্তরিকতা, ইচ্ছা থাকলে সব হয়অসম্ভব ব্যাপারেও ভাগ্য সহায় হলোঐ একই প্রতিষ্ঠানের সামগ্রী দিয়ে একটা অনুষ্ঠান চলছে জাদুঘরের পিছনেসেখানের অনুষ্ঠান দশটার মধ্যেই শেষ হয়ে যাবেসেখানের সাউন্ড সিস্টেমটা আনা হবে হুর রে

আনা হলো বদলি সাউন্ড সিস্টেমসব ঠিক করা হলোশুরু হয়ে গেল আনুষ্ঠানিক অনুষ্ঠানদায়িত্ব প্রাপ্ত ব্লগাররা বক্তৃতার মত করে কিছু বললেনজানালেন ব্লগারস ফোরামের সাথেই থাকবেন তারা

সকালে প্রথম খানা শুরু দই দিয়েবগুড়ার দইদই দিয়ে খানা শুরু হওয়ারও কারণ আছেবেশিক্ষণ রাখলে দই ঠিক না ও থাকতে পারেতাই টাটকা খাওয়ার জন্য আগেই দইয়ের ব্যবস্থাদইয়ের সাথে ছিল মিস্টি

+++++++++++++++++++++++++++++++++
 বৈশাখী অভিজ্ঞতা মজায় মজায় যাচ্ছে সময় !!
তরমুজ আনা হয়েছেঅথচ ছুরি নাইকি সমস্যা কি সমস্যা কিভাবে কাটা হবে? এদিকে তরমুজ খেতেই হবেনিরীহ তরমুজ গুলো আমাদের দিকে তাকিয়ে আছে অসহায় দৃষ্টিতেকখন কাটা হবে এই যেন তাদের প্রতীক্ষাকিছু চেষ্টা করা হলো বিচ্ছিন্ন ভাবেকিন্তু ফলাফল হতাশ

এসময় জিয়া ভাই এসে বললেন, একটা ছুরি যোগাড় করোতরমুজ কাটতে হবে তো

তা আমি, নীরব পথিক, রাজিন ভাই গেলাম দলবদ্ধভাবে ছুরি আনতেচারদিকে পুলিশ গিজ গিজ করছে নিরাপত্তার জন্যএদিকে ঐদিকে যেদিকে তাকায় সব জায়গায় পুলিশ তার উপর সাধারণ পোষাক ধারী ডিবির লোকও ওৎ পেতে আছেকে কি করে তা দেখার জন্যকিছু দেখলেই অমনি ধরবে খপ করেঅবস্থায় ছুরি যোগাড় করা যথেষ্ট ঝুকিঁপূর্ণতারপরও তরমুজ খাওয়া বলে কথাযা হবে ভাগ্যে এরকম একটা ভাব নিয়ে ছুটলাম ছুরির খোঁজে

আমাদের প্রথম শিকার এক ঝালমুড়ি বিক্রেতাঝাল মুড়ি অলার যেহেতু মরিচ পেয়াজ কাটতে হয় তাই তার কাছে ছুরি থাকা স্বাভাবিকভুল হলো নাএখন দিলেই হয় খোঁজা হলোঝালমুড়ি অলা দেখি আন্তরিককয়েকটা বাড়তি পেয়াজ, মরিচ কেটে রেখে আমাদের দিলেনকৃতজ্ঞতা পেশ করছি সে নাম না জানা ঝাল মুড়ি অলাকে

এখন রাজিন ভাই বললেন, তরমুজ কাটলে তো ঝাল হবে মিষ্টির পাশাপাশি
আমি বললাম, কেন?
-
আরে একটু আগে মরিচ কাটছে নাতাই ঝাল হবে
আসলে তোছুরিটি খুব ভাল ভাবে ধৌত করলামএকেবারে জনমের ধোঁয়া যাকে বলে

মামুন ভাইয়ের হাতে দেওয়া হলোউনি একটার পর একটা তরমুজ কাটতে লাগলেনআর সবাই নিয়ে পর্যায়ক্রমে খেতে লাগলেন

নীরব পথিক ভাই এরিমধ্যে তরমুজ খাওয়া শেখানোর ক্ষেত্রে অনেক জনপ্রিয় হয়ে গেছে প্রথম আলো ব্লগেতাই আমি কিছু বললাম না এই বিষয়ে

লুবনা আপু তরমুজের পিস খাওয়ার সময় জানালেন, কেউ কেটে দিলে তবেই তিনি ফল খাননিজ থেকে কেটে কখনো খান নাদরকার হলে খাবেন নারয়ে যাবেতারপরও নিজ থেকে কেটে খাবেন না

ফকির আব্দুল মালেক ভাই মন্তব্যে নিশ্চিত করেছেন তিনি বেশি পিছ খান নাইমাত্র তিন পিস খেয়েছেন

মৌসুমী দত্ত আপুকে দেওয়া হলো একটা তরমুজের পিসঅন্যদের যখন দুই তিনটা পিস শেষ তখনও তিনি ঐ পিসটি খাচ্ছেনএকটা পিস খেতে ওনার অনেকক্ষণ লেগেছেআর এদিকে ছবি তোলা হচ্ছেছবি দেখলে মনে হবে নীরব পথিক ভাইয়ের চেয়ে মৌসুমী আপু পিছিয়ে নেইঅথচ ঐ একটা পিসই খেলেন তিনিএকটা পিস দীর্ঘ সময় ধরে খাওয়ার প্রতিযোগিতা আয়োজন করলে মৌসুমী দত্ত আপু ফাস্ট হতেন এটা নিশ্চিত

প্রতিযোগিতার কথা যখন আসলো তখন বলে রাখা ভাল বৈশাখী অনুষ্ঠান যে প্রতিযোগিতাহীন হয়েছে তা কিন্তু নয়হঠাৎ উপস্থাপক জেড এইচ সৈকত ভাই ঘোষণা করলেন, এখন ঘুড়ি প্রতিযোগিতা হবেতবে সীমিত সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেসবাই চাইলেই পাবেন নাআসন সংখ্যা ২০ থেকে ২৫অনেক জনের মধ্যে উৎসাহ দেখা গেলমহাখুশী সবাইউত্তেজনায় কাঁপছে কেউ কেউঅনেকে ভেবে বসেছে কার ঘুড়ি কতটুকু ওড়ে সেটা বুঝি প্রতিযোগিতা হবে

একটু পরেই সৈকত ভাই যখন প্রতিযোগিতার নিয়ম ঘোষণা করেন তখন সবার ভুল ভাঙে প্রতিযোগিকে সুই সুতা এবং ঘুড়ি দেওয়া হবেআলাদা ভাবেপ্রতিযোগীর কাজ হবে ঘড়ির সাথে সুই সুতা বাঁধাসবাই লেগে পড়ল কাজেকার আগে কে বাঁধতে হবে তাই নিয়ে প্রতিযোগিতা

কিন্তু এরি মধ্যে সৈকত ভাই ঘোষণা করলেন কোন পুরষ্কারের ব্যবস্থা নাইইচ্ছা করলে সুই বাসায় নেওয়া যাবেঘুড়িগুলো ছোট বাচ্ছাদের দিয়ে দিতে হবেঅথ্যাৎ সবার জন্য একই রকম পুরষ্কারসাম্যবাদের এর চেয়ে উজ্জ্বল নমুনা কি হতে পারে?

পরবর্তীতে প্রতিযোগিতা অংশগ্রহণকারী অনেকে প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতা বয়কট করলতবে আয়োজকও কম যান নাতিনি ঘোষণা দিলেন এবার প্রতিযোগিরা নিয়ম না মানায় প্রতিযোগিতা ব্যান করা হলো

অংশগ্রহণ কারীদের কেউ কেউ আয়োজককেই ব্যান করলব্যান যে কত জনপ্রিয় শব্দ তা বৈশাখী অনুষ্ঠানে এই প্রতিযোগিতা কেন্দ্রিক আলোচনায় ব্যাফক ভাবে লক্ষ্য করা গেছে

মজার ব্যাপার হলো অনেকে সফল ভাবে সুই সুতা বেঁধেছেনকিন্তু পরে দেখা গেছে তারা উল্টা পিঠে তা বেঁধে বসে আছেন

এদিকে চলছে ত্রিবেণীর সৌজন্যে সংগীতানুষ্ঠানঅনেক মিস্টি গলা অংশগ্রহণকারীদেরএকটার পর একটা গান পরিবেশন করছেশুধু মিষ্টি গলায় নয় ওদের চেহারাগুলোও অনেক মিস্টি মিস্টিদেখলেই মন ভাল হয়ে যাওয়ার মতঅথ্যাৎ গ্লামারসেরও অভাব ছিল না
++++++++++++++++++++++++++++

বৈশাখী অভিজ্ঞতা যা হলো আরো কিছু কথা

মজার অনুষ্ঠান ছাড়তেই হলোআমরা চারজন ছুটলাম মেডিকেল কলেজ গেটের দিকেপ্রতিটা গেইট নিয়ন্ত্রিতযে গেইটে ঢুকা যাবে সে গেইটে বের হওয়া যাবে নাতো আমাদের কাছাকাছি যে গেইট পেলাম সেখান দিয়ে শুধু বের হওয়া যায়ঢুকা যায় নাতা কি উপায়অন্য গেইট খুঁজতে গেলে অনেক সময় চলে যাবেতা কি আর করা আমরা বান্দরের পার্ট নিলামলোহার দেয়াল টপকে বের হলাম উদ্যান থেকেপ্রথম দিকে ভয় ভয় করছিলযদিও পরে কোন অঘটন ছাড়াই চারজনই রাজপথে অবতরণ করলাম

লোক গিজ গিজ করছেএত লোক আসল কোথা থেকে? হাঁটতে হচ্ছে সতর্কতার সাথেকার সাথে না কার সাথে ধাক্কা লেগে যায়তার উপর আছে চারজনের একসাথে থাকাকেউ যদি আলাদা হয়ে যায় তাকে খুঁজতে আবার মহা সমস্যা হয়ে যাবেএত মানুষের মাঝে খুঁজে পাওয়া প্রায় অসম্ভবআর মোবাইলও অনেকটা জ্যাম হয়ে আছেসবাই প্রিয় জনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ব্যস্ততাই কল করে সহজে পাওয়া যাচ্ছে না কাঙ্খিত ব্যক্তিকে

মাঝে মাঝে তুস ভাই পিছিয়ে পড়ছিলেননীরব ভাই আর রাফেল ভাই আগে চলে যাচ্ছেনআমি ছিলাম মধ্যে

বিভিন্ন জনের কাছ থেকে জিজ্ঞাসা করার পর আমরা পৌঁছলাম মেডিকেল কলেজের জুরুরী বিভাগের গেইটেকিন্তু হরবোলা ভাইয়ের দেখা যে পাচ্ছি নাতার তো এখানে থাকার কথাকিন্তু নাই কেন? দুই গেইট ঘুরাঘুরি করছি

রাফেল ভাই বেশ কয়েকবার ট্রাই করার পর হরবোলা ভাইয়ের নাম্বারে কথা বলতে পারলেনপাওয়া গেল হরবোলা ভাইয়ের খোঁজহরবোলা ভাই আমাদের নিয়ে গেলেন প্যাকেটের কাছেগেলামকিন্তু এই কি? পাঁচটি বড় ব্যাগভিতরে সব লাঞ্চের প্যাকেটকিন্তু আমরা মানুষ চারজনআরেকটা ব্যাগ নেবে কে? হরবোলা ভাই বললেন, অন্য ব্যগটি তিনি নেবেনতার একজন রোগী হাসপাতালে আছেনতাকে দেখে যাওয়ার সময় নিয়ে যাবেনএকটু দেরি হবে এই আর কি

আমরা বললাম, সমস্যা নেইআমরাই নিতে পারবোতুস ভাই মহা হতাশএত বড় ব্যাগ আলগিয়ে কিভাবে নেওয়া যাবে সে টেনশনে তিনি পড়ে গেছেন

আমাদেরও যে টেনশন হচ্ছিলো না তা নয়তারপরও সাহস দেখানোর জন্য টেনশনটা গোপন রাখলামবিসমিল্লাহ বলে একটা করে প্যাকেট সবাই হাতে নিয়ে ফেললামকিন্তু আরেকটা প্যাকেট যে রয়ে গেলপরে নীরব ভাই ঐ প্যাকেটের এক প্রান্ত ধরলেন আর অন্য প্রান্ত ধরলাম আমিআমরা দুজনে তিন প্যাকেট নিয়ে হাঁটছিরাফেল ভাই দ্রুত হেঁটে আমাদের থেকে অনেক দূরে এগিয়ে গেলেনআমরা অনেক দূর চোখ দিয়ে রাফেল ভাইয়ের খোঁজ পাওয়ার চেষ্টা করলামকিন্তু তাহার কোন অবস্থা সনাক্ত করতে পারলাম না

একটু পর রাফেল ভাই ই ফোন দিলেনকাহিনী কি? রাফেল ভাই জানালেন তিনি পুলিশী তল্লাশীর সম্মুখীনসবাইকে ডাকলেনআমরা গেলামততক্ষণে রাফেল ভাইয়ের ব্যাগটি তল্লাশী করা শেষমনে করেছিলাম আমাদের ব্যাগগুলোও তল্লাশী করা হবে কিন্তু বাঁচলাম

রাফেল ভাইকে একা পেয়ে ভালোই জ্বালিয়েছেন পুলিশ কর্মকর্তাকোথায় যাচ্ছে, আইডি কার্ড কই? এগুলো কে খাবে এরকম অনেক প্রশ্ন

রাফেল ভাই যখন বললেন, পিছনে আরো কয়েকজন আছেন, ওরাও খাবার আনছেতখন পুলিশ বলল, ওদেরকেও ডাকুন তাড়াতাড়িভাবটা এমন যেন এক সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়ে গেছেনঐই কথা শুনে রাফেল ভাই আমার নাম্বারে কল দিলেনআমরা এলাম

পুলিশের ভদ্র এস আই লোকটি পরামর্শ দিলেন আমাদের , পাস নিয়ে রাখলে সুবিধাঝামেলায় পড়তে হবে না

এর আগের দিন সন্ধ্যায় নীলসাধু ভাই বলেছিলেন, প্র্রশাসনের অর্ধশতাধিক টেবিল ঘুরে কিভাবে আনতে হয়েছে অনুমতি

তা সেটা জানা থাকায় এস আই কে বললাম, উচ্চ পর্যায় থেকে আমাদের অনুমতি আছে
এস আই বললেন, উচ্চ পর্যায় নিম্ন পর্যায় অনুমতি থাকেকিন্তু মধ্য খানে থেকে আমরা উভয় দিকের ঠেঙানি খাইকোন ঝামেলা হলে সবার আগে আমাদেরই ধরে

তা পুলিশ ক্লিয়ারনেস পাওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলামএরি মধ্যে আমরা ফোন করে জানিয়ে দিলাম এতটুকু পথ এগুলো নিয়ে আসা সম্ভব নয়আরো ব্লগার পাঠাতে সাহায্যের জন্যসেনাবাহিনী বাহিনী বিপদে পড়লে যেমন ওয়ারল্যাসে সদর দপ্তরে জানায় আরো লোক পাঠাতেঠিক সেরকম টাইপের সাহায্য চেয়ে বসলাম আমরা

কিছুক্ষণ পরই রাজিন ভাই ফোন করলেনতারা ইতিমধ্যে রওয়ানা দিয়ে দিয়েছেনকোথাও অপেক্ষা করবেন আমাদের জন্য তা জানতে চাইলেন

আমরা চলছি তো চলছিপ্রথমে রাফেল ভাই, দ্বিতীয়তে আমি নীরব ভাইআমি আর নীরব ভাই পাশাপাশি থাকতে হচ্চেইকেননা তিনটা প্যাকেট আমাদের সাথেতুস ভাই অনেক পিছিয়ে পড়েছেন

একটু পর আমরা সপ্তাচার্য দেখলামহঠাৎ দেখি তুস ভাই আমাদের ডাকছেনআরে আমাদের পিছে ছিলেন, আমাদের পাশে এসে গেলেন কেমনে? উনি অসম্ভবকে সম্ভব করলেনএকটা রিকসায় বসা তিনিযতটুকু পারা যায় রিকসাঅলা যাবেআমরা আমাদের ব্যাগগুলো সে রিকসায় তুলে দিলামতুস ভাই প্যাকেটগুলো নিয়ে রওয়ানা দিলেনআর আমরা সে রিকসার পিছু নিয়েছেমজার মজার গল্প হচ্ছে

টি এস সি চত্বরের কিছুটা আগে রিকসা বাধাগ্রস্ত হয়ে নামিয়ে দিল আমাদেরআবার আমাদের পথ চলা

আবার প্যাকেট ভাগাভাগি হলোএবার যে ব্যাগটি পড়ল তার ধরার অংশটা ছিড়াকি আর করাকাঁধে নিয়ে নিলামআরে মজা তোহাতে ধরে আলগানোর চেয়ে কাঁধে নেওয়াতো অনেক মজার

কিছুক্ষণ পরই আমরা অনুষ্ঠান স্থলে এসে পৌঁছলামতখন দর্শকদের পক্ষ থেকে গান চলছে যারা অনুষ্ঠান উপভোগ করতে এসেছিল তাদেরকেও সুযোগ দেয়া হলো গান গাওয়ারগানে গানে মাতোয়ারা সবাই

এরি মধ্যে দেখি রাজিন ভাই আসলেনতারা ছুটলেন পানি আনার জন্যসকালে অনেক মিনারেল ওয়াটারের বোতল আনা হয়েছেকিন্তু বেশি গরম পড়ায় এতগুলো বোতল শেষ হতে বেশি সময় লাগে নিআবার নতুন করে পানি আনা হলো

অনুষ্ঠানে ঠান্ডা পানির ব্যবস্থা ছিলবড় ড্রামে বরফ ছিলআর বরফের নিচে রাখা হয়েছে পানির বোতল

এরিমধ্যে নদী আপু ডাকলেন আমাকেগেলামউনি আচার খাচ্ছিলেনপুরা বাটি জুড়ে আচারসেখান থেকে খেলামগল্প করছিলামগোধূলীর সূর্য ভাই, নীরব ভাই, সোনিয়া আপুও আচার খাচ্ছিলেনআর চলছিল আড্ডাযদিও মাইক্রোফোনের আওয়াজে কথা বুঝতে কষ্ট হচ্ছিলোএকই কথা বারংবার বলতে হচ্ছিলো তারপরও সুন্দর আড্ডা হচ্ছিলো

একটু পরেই ডাক পড়ল দুপুর খানা খেতে যাওয়ার

খাচ্ছিএসময় জিয়া ভাই বললেন, আমার মন একটু খারাপতোমরা খেয়ে শেষ করতে পারো নাই সবঅনেক কিছু রয়ে গেছে

অনেক খেয়েছিপেট ভরাএত্ত কিছু বুঝি খাওয়া যায়সব কিছু অত্যাধিক আয়োজন শেষ করার কুদরত নেই এত কিছু

মুরুব্বী জামান ভাই একটা কথা বললেন, বেঁচে যাক সমস্যা নেই, কিন্তু শট যাতে না পড়ে

ভাত খাওয়ার সময় পাশে বসেছিলেন তুস ভাইএকটা প্যাকেট খাওয়ার পর অন্য একটি প্যাকেট দুজনে শেয়ার করছি

তরমুজ রয়ে গেছেকে কে বাসায় নিতে চায় সে ঘোষণা এল
নীরব ভাই বাসায় নেবেন নাতাই বলে এম্নেই ছেড়ে দিবেন? সম্ভবত সেটা হতে দেওয়ার কোন ইচ্ছা তার ছিল নাতিনি স্ব হস্তে জোরালো আঘাতে অত্যন্ত সাহসীকতার সাথে তরমুজ দ্বিখন্ডিত করে ফেলেন

সেটা আমরা হাত দিয়ে আদিম মানুষের মত খেলামহাত দিয়ে খামচে মেরে মেরে তরমুজ খাওয়া ব্যাপারটা দেখার মতঅনেক মজা হয়েছিল



++++++++++++++++++++++++++++++

বৈশাখী অভিজ্ঞতা আনন্দ যেখানে কথা বলেছে সেকেন্ডে সেকেন্ডে

বৈশাখী অনুষ্ঠানের দুপুরের লাঞ্চ তখন শেষএত আয়োজনের সাথে আবার দুপুরের খানারও ব্যবস্থা বিষয়টা আসলেই বিশালযেখানে নিজে আসাই দায় সেখানে এত কিছুর আয়োজন সত্যিই অভিভূত করতে যথেষ্টজিনিষ পত্র আনা নেওয়া অনেক ঝামেলার ব্যাপারকেননা গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় অনেক পথ হেঁটে আসতে হাজারো লোকের ভীড় ঠেলে

তবে এই ফাঁকে একটা কথা বলে নিইখাঁদ না থাকলে নাকি স্বর্ণও খাঁটি হয় না তা এত আনন্দ খাঁদ বিহীন হবে তা কি মেনে নেওয়া যায়? না কক্ষণো নাঅতি আনন্দকে খাঁটি করতে একটু খাঁদ থাকা দরকার বটে

এজন্যই হয়ত আমাদের চারজনকে ডাকলেন মুরুব্বী ভাইযিনি শুধুমাত্র এই ব্লগারস ফোরামের অনুষ্ঠানের জন্য সুদূর বগুড়া থেকে তিন তিন বার এসেছেননিষাদ ভাই চড়ুই ভাতির একটা পোস্টে জামান ভাই আর জিয়া ভাইকে পাগল বলেছিলেনআসলে পাগল না হলে তা এত দূর থেকে মায়ার টানে আসা কোন মতেই সম্ভব নয়

তুস ভাই, নীরব ভাই, রাফেল ভাই আর বই পাগলকে বলা হলো অনুষ্ঠান স্থল থেকে মেডিকেলের গেট পর্যন্ত যেতেসেখানে হরবোলা ভাই অপেক্ষা করছেনদুপুরের খানার প্যাকেট নিয়ে

এদিকে মঞ্চে চলছে ব্লগারদের অংশগ্রহণে মজার মজার সব কান্ডকেউ গান করছে কেউ করছে নৃত্যআনন্দ যেন শতভাগ জড়িয়ে নিয়েছে সবাইকেক্ষণিক পর পর মাইক বদল হচ্ছেআর মজার আসছে বৈচিত্রআমার কবিতা ভাই কয়েক লাইনের একটা কবিতা পড়লেনকিছুক্ষণ আগে তা রচনা করেছিলেন

এদিকে লুবনা আপুর হাসবেন্ড জামান ভাই সিগারেট ধরালেনমঞ্চ থেকে সিগারেট ধরানো দেখতে পেয়ে আমার কবিতা ভাই ঘোষণা দিলেন সিগারেট খাওয়া চলবে না সিগারেট খেয়ে নিজের ক্ষতি করার কি দরকারজামান ভাই তা শুনে হাসেনযদিও কবিতা ভাইকে সিগারেট খেতে দেখা গেছে

কবিতা ভাই মাইকে জানালেন, তার সিগারেট খাওয়া দেখে তার ছেলে বিরক্ত হয়ে তাকে তার সঙ্গ ছেড়ে অন্য দূরে চলে গেছেবাবা সিগারেট খেয়েছে এটা দেখে ভীষণ রাগ করেছে ও

যতক্ষণ ছিলাম কবির ভাই সুন্দর উপস্থাপনা করছিলেনঅনেকটা অঘোষিত ভাবেনিষাদ ভাই বলে দিলেন, সাইফুর রহমান কি বলেছিল, সেটা বলেন

উল্লেখ্য যে আমরা যখন চড়ই ভাতিতে যাচ্ছিলাম তখনও আমাদের সাথে সঙ্গী হয়েছিলেন কবির ভাইতা তিনি খুব চমতকার ভঙ্গিতে আঞ্চলিক ভাষায় বলছিলেন প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানকে নকল করে, আমাদের বেশি বেশি আলু আর পটেটো খাইতে হবে, আর ওরা কয় বেশি বেশি নুডলস খাও

মনে করেছিলাম কবির ভাই তা বলবেনআর তার মজাদার বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠবে

কিন্তু তিনি আমাদের নিরাশ করলেনসাইফুর রহমান মৌলভী বাজারের লোক তাই তিনি সাইফুর রহমানের কথা বললেন নামৌলভী বাজারের সাথে কবির ভাইয়ের এত শত্রতা কেন, যদিও তা প্রকাশ করেন নাই

এরিমধ্যে চলছে সম্মিলিত কবিতা লেখার চেষ্টারাতের পাখি আপু সবাইকে পৃষ্ঠা বাড়িয়ে দিচ্ছেনদুই লাইন করে সবাই লিখছেআমাকেও বলা হলোকিন্তু আমার দুইটা লাইন কবিতার সৌন্দর্য নষ্ট করার জন্য যথেষ্ট তা ভেবে আমি লিখার সাহস পাই নি

সবার থেকে অনুভূতি নিচ্ছিঅবাক হচ্ছেন? প্রশ্ন জাগছে অনুভূতি নেয় কেমনে? বলছি তাহলেশিখে রাখেন কাজে লাগবেচাইলেই অনুভূতি নিতে পারবেনএকটা খাতা নেনপ্যাড হলেও চলবেমামুন ভাই থেকে প্যাড নিয়ে নিলামতারপর নেন একটা কলমএবার যার কাছ থেকে অনুভূতি নেবেন তাকে খাতাটি দেনসাদা পৃষ্ঠা উল্টিয়েওনাকে বলেন, আপনার কেমন লাগছে তা লিখে দেন

উনি লিখে দেবেনব্যস হয়ে গেল অনুভূতি নেওয়াযদিও লেখার অক্ষরে কতটুকু অনুভূতি প্রকাশ করা যায় তা নিয়ে বিতর্ক থেকেই যায়যেমন আমি লেখার অক্ষরে অনুভূতি প্রকাশ করতে পারি নাই বিধায় ঐ খাতাতেই লিখলাম নামনের মধ্যে থাক সে অবিস্মরণীয় অনুভূতি

মুরুব্বী জামান ভাই দায়িত্বটা আমাকে দিলেনসবার থেকে অনুভূতি নিতে হবে খাতায় কিছু অক্ষরেমজাই লাগছিলমামুন ভাই ফুল দিচ্ছিলেন আর আমি খাতাটা এগিয়ে দিয়ে কিছু লিখতে বলছিলাম

জিয়া ভাইকে কিছু লিখতে বলতেই তিনি বললেন, তিনি সবার শেষে দিবেনযদিও বিভিন্ন ব্যস্ততার কারণে সেটা আর দেওয়া হলো

মজার ব্যাপার হচ্ছে কয়েকজন আমাকেই উল্টা বলল, কি লিখব তা বলে দিতে৪০ জনের উপরে প্রিয় ব্লগারের অনুভূতি প্রকাশ পেল খাতায়রাফেল ভাই হাতের লেখাসহ সেটা প্রকাশ করলেন অসাধারণ ভাবেনির্বাচিত পোস্টে সেটা আছেদেখে নেওয়ার অনুরোধ রইল

++++++++++++++++++++++++++++++++++++++++


বৈশাখী অভিজ্ঞতাশেষ দিকের কথা

শুরু থেকে সব সময় শুরু করিকিন্তু দেখা যায় প্রথম থেকে শুরু করলে প্রায়ই সময়ই শেষ পর্যন্ত করতে পারি নাযেমন চড়ুই ভাতির মজার অভিজ্ঞতাগুলো ১০ টা পোস্ট দিয়েও শেষ করতে পারলাম নাশেষ পর্যন্ত গেলে আরো তিন পর্ব লিখতে হবে

তাই এবার নিলাম নতুন বুদ্ধি

শেষ থেকে শুরু করিতখন সম্ভবত বিকাল চারটাচারুকলার সামনে দাঁড়িয়ে আছে চারজন ব্লগারমৌসুমী দত্ত আপু, কবিরনি ভাই, বই পাগল, গোধূলীর সূর্য ভাই

দাঁড়িছে আছে একটা আইসক্রিম ভ্যানের সামনেচারদিকে লোকে লোকারণ্যঢোলের, বাঁশির আওয়াজে এলাকা প্রকম্পিতরঙ বেরঙের সাজে চোখ ঠিক রাখা দায়মুখে আল্পনা এঁকেছে অনেকে

মৌসুমী আপু আমাদেরকে আইসক্রীম খাওয়ালেনঅনেক সুন্দর গল্প করেনএর কিছুক্ষণ আগ পর্যন্ত অনুষ্ঠানস্থলে গল্প করছিলাম আমরা কয়েক ব্লগার আইসক্রীম খেয়ে পরাণ ঠান্ডা হলোযারা ছিলেন না তারা মিস করলেন আইসক্রীম

আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন রাফেল ভাই, রাতের পাখি, রুবিনাএরই মধ্যে অনেকে বিদায় নিয়েছে

কিছুক্ষণ আগে বিদায় নিয়েছে মামুন ভাইঅনেক সুন্দর সাজে এসেছিলেন তিনি

কিন্তু আমাদের বিদায় নেওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না যেন কারো যেতে ইচ্ছা করছে না সুন্দর এই অনুষ্ঠান স্থল ছেড়েযদিও অনেক আগেই সাউন্ড সিস্টেম গুটিয়ে ফেলা হয়েছেকার্পেট তুলে ফেলা হয়েছেসরিয়ে নেওয়া হচ্ছে উপরের প্যান্ডেলতারপরও আমাদের যেতে কোন ভাবেই ইচ্ছা করছিল নাকারো উঠার ইচ্ছা প্রকাশ পেল না

এর মধ্যে চা খাওয়া হলো এক প্রস্থরুবিনা আপু ব্যস্ত আল্পনা একেঁ দিতেবেশ কয়েকজন ব্লগারকে আলপনা এঁকে দিয়েছেন

যখন রাতের পাখি ঘোষণা করলেন যে যে আল্পনা আঁকাতে চান তারা রুবিনাকে বলেন সে এঁকে দিবেঅনেকে উৎসাহিত হলোউৎসাহিতদের তালিকায় বই পাগলকেও দেখা গেল যদিও সিরিয়ালে অনেক পরে পড়ে গেলামচিন্তা করতে গিয়ে এই সমস্যা

কয়েকজনের পর আমি সুযোগ পেলামআমার হাতে তুলি দিয়ে আঁচড় টানবেন এসময় উদয় হলো সোনিয়া আপুর মেয়েসে আল্পনা আঁকবেসে যেহেতু ছোট তাই তাকে আগে একে দিতে হবেমেনে নিতে হলোনিলাম মেনেএই পিচ্ছিটার পিচ্ছি মুখে আল্পনা আঁকতে আর কতক্ষণ লাগবে?

কিন্তু দেখি বেশ কিছুক্ষণ লাগবেএরপর আমি হাত দিতে যাবো তখন আরেক মেয়ে শিশুর আগমণতাঁকেও আঁকানো হলো

তাহার পর আমি সুযোগ পেলামধন্য হলামতো হাতের পিঠে সুন্দর নববর্ষের আল্পনা এঁকে দিলেনআমি মহাখুশী

কবিরনি ভাই, মৌসুমী দত্ত আপুও আল্পনা আঁকিয়ে নিলেন

আমাদের আড্ডা চলছে সমান তালে অনেক জীবন্ত হয়েঅনেক আনন্দের সাথেযারা ইতিমধ্যে বিভিন্ন কাজে চলে গেছেন তারা মিস করলেন সর্বশেষ আড্ডাগুলো

মৌসুমী আপু একটার পর একটা ছবি তুলছেনঅনেক ছবি তুললেন

গোধূলীর সূর্য ভাই ব্লগ সম্পর্কে অনেক অজানা কথাজানালেন কয়েক ব্লগার সম্পর্কে মজার অভিজ্ঞতার কথাআমরা অনেক মনযোগ দিয়ে শুনছিলাম তার ব্লগ অভিজ্ঞতার কথাগুলো


রাফেল ভাই ব্যস্ত তরমুজ বাঁধনেকেমনে তরমুজ বাঁধলে তা নির্বিঘ্নে নেওয়া যাবে সে বিষয়ে মহা চিন্তিতযদিও তরমুজটি তিনি নেবেন নানেবেন রুবিনা আপু কিংবা রাতের পাখি আপুর কেউ একজন