সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

একটি রেল ভ্রমণ



ঢাকা থেকে ফিরছিচড়ুইভাতি পাহাড়পুর শেষেরেলের টিকেট নিয়েছিলামটিকেট নেওয়ার সময় বার বার বলেছিলাম জানালার পাশে যেন সিট বরাদ্দ দেওয়া হয়রেল কর্মকর্তাও মাথা নেড়েছিলেন

তা নির্দিষ্ট দিনে রেলে এসে উপস্থিত হলামসকাল বেলার ট্রেনমহানগর প্রভাতীট্রেনের রঙ সাদাযদিও ধূলাবালির প্রখর আক্রমণে সাদাচে হয়ে গেছে একেবারে সর্বশেষে আমার বগিটিকেট হাতে নিয়ে বগিতে সিট খুঁজতে লাগলাম কিছুক্ষণের মধ্যে পাওয়া গেল সিটকিন্তু মাথা একটু খারাপ হলো আমার সিট নাম্বারটি করিডর পার্শ্বজানালা পাশ্ব নামনে মনে ক্ষোভ হলো ঐ রেলওয়ে কর্মকর্তার উপরএতবার বলে দিলাম তারপরও জানালার পাশে সিট দিল নাকি শুনছিল কে জানে


মনের দুঃখকে একত্রিত করে সিটে বসলামপাশের সিটে এক মেয়েমোবাইলে কথা বলায় ব্যস্তএকটা বই নিয়ে সেটা পড়ায় মনযোগ দেওয়ার চেষ্টা করছিলামজানালার পাশে বসতে না পারার কষ্ট কিছুক্ষণ পর পর বুকে বিধঁছিলতারপরও মনযোগ সহকারে গল্প পড়ছিলামকিন্তু সেখানেও সমস্যাএকটু পর পর আওয়াজচুড়ির টুংটাং আওয়াজহাতে জামার সাথে ম্যাচিং করে আমার সহযাত্রীটি অনেক চুড়ি পড়েছেনহাত নাড়ানোর সাথে সাথে চুড়ির আওয়াজ আসছিলোশব্দটা যথেষ্ট সুন্দরকিন্তু গল্পের বই পড়ছিলাম, তার উপর জানালার পাশে সিট না পাওয়ার কষ্টে বিরক্ত লাগছিল শব্দখানি

একটু পর পর সহযাত্রীর নড়ে চড়ে বসাআর সাথে সাথে চুড়ির আওয়াজগল্পের বই পড়ব না আওয়াজ শুনবএর উপর আবার মোবাইলে কথা বলছেনযতটুকু বোঝা গেল চিটাগাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীহলে থাকেন

কিছু কথায় মজা পেলামএ প্রান্ত থেকে তিনি বলছেন, কোন মোবাইলে কত রেইট জানাইছ তোসব জানাইছতো
ঐ প্রান্ত থেকে কি যেন বলল

তা শুনে আমার পাশে সিটে বসা মেয়েটি বলল, আমি আর আগের মত নাইঅনেক বদলে গিয়েছি

মোবাইলে জানালো- খুশকির জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলেনডাক্তার একটা বিদেশী শ্যাম্পু দিয়েছেনসে শ্যাম্পু খুশকী তো দূর হয়ই নিবরং মাথার চুল নাকি কয়েকশ উঠে গেছে

আরো অনেক কথাগল্পের পর গল্প বলছেন

এভাবে ট্রেন কিছু রাস্তা পার হয়আমি উকি ঝুঁকি দিয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করিইশ জানালার পাশে যে কেন বসতে পারলাম না!!!

একটু পর আরেকজনের সাথে কথা বললজিজ্ঞেস করল, আপনার ঐখানে সিট খালি আছে?
ঐ পাশ থেকে সম্ভবত হ্যা সূচক জানানো হয়েছে
তা শুনে দেখি ব্যাগ রেডি করে তিনি অন্য বগিতে ছুটলেন
ব্যাপারটা একটু রহস্যময় লাগল

আমার ঐসব ভেবে কাজ নেইজানালার পাশে সিটে বসতে পারলাম সেটাই বেশিজানালার পাশের সিটটা আমার হলো
খোলা জানালায় দমকা হাওয়ায় চুল উড়িয়ে বাহিরের দৃশ্যগুলো দেখতে দেখতে চট্টগ্রাম পৌঁছলাম

সে আপুকে অনেক ধন্যবাদএভাবে বগি পরিবর্তন করায়