সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

রবীন্দ্র সরোবরে আমরা ক জনা !!



ঘন্টা খানেক আগে ফিরলামহ্যা ব্যাপক যানযটককে হজম করতে করতেমাঝে মাঝে একটু ঝিমুনি দিয়েছিলামতারপরও ভাগ্য ভাল যেখানে নামার কথা তার আগে ঘুম ভাঙছেসুতরাং ভুল জায়গায় নামি নাই

রবীন্দ্র স্মরণীতে গিয়ে পৌছেই দেখি কেউ নাইসবাই বাসায় ঘুম যাচ্ছে নাকি যে গরম পড়ছে ঘুম যাওয়ায় স্বাভাবিকদিলাম ফোন জিয়া ভাইকে, না ধরেন নাই, এরপর জামান ভাইকেনা তিনিও ধরেণ না এবার সৈকত ভাইকে দিলামনা এখানে রিং হয়ে অফ হয়ে গেলসবার কি হলো?


চক্কর মেরে ঘুরতে লাগলাম রবীন্দ্র স্বরণীপ্রতিবন্ধী উপলক্ষে সেখানে গানের অনুষ্ঠানের প্রস্তুতি চলছেতা দেখতেছি মনযোগ সহকারে

অল্পক্ষণের মধ্যে ফোন দিলেন জিয়া ভাইউল্টা পাশের মসজিদের পাশে তারা বসে আছে দেখতে বললেনতা দেখলামবললেন সোজা চলে আসতে

তা গেলাম
যাওয়া মাত্র জিয়া ভাই অভ্যর্থনা জানালেনদিলেন ভালবাসার লাভ কান্ডি চকলেট খেতেনীরব ভাই, মুরুব্বী ভাই, আমার কবিতা ভাইয়ের সাথে আন্তরিক হাত মেলালামনীলসাধু ভাই যথারীতি উষ্ণ অভ্যর্থনা জানালেনজড়িয়ে ধরলেনতুলা ভাবীও এসেছেন

তা চলল আলাপন

একটু পর আসলেন সোনিয়া আপু ও রুদ্র অক্ষর আপুসোনিয়া আপু আগে থেকে পরিচিতকিন্তু রুদ্র অক্ষর আপুকে প্রথম দেখলাম

সৈকত ভাই প্রশ্ন করলেন রুদ্র আপুকে, আচ্ছা আপনার আবৃত্তি এক রকমকথা বলার সময় অন্যরকম কেন?
রুদ্র অক্ষর আপু উত্তর দিলেন, আবৃত্তির মত কথা বললে সবাই দূর দূর করে বিদায় করে দেবেনএকটু অভিনয়ও করলেন
সৈকত ভাইয়ের মোবাইল টিউনটি রুদ্র অক্ষর আপুর আবৃত্তি



হঠাৎ করে আসলেন নদী আপুসালাম দিলামওনাকেও প্রথম দেখলামপ্রথমে আমাকে চিনেন নাইজানালেন তিন দিন ধরেন অসুস্থকিন্তু মুরুব্বী জামান ভাই বগুড়া থেকে চলে আসতে পারলে তিনি উত্তরা থেকে আসতে পারবেন না কেন? এটা চিন্তা করে চলে এলেন

আমি বই পাগল জানতে পেরে অবাক হলেনতুমি এত দূর থেকে এসেছো? কেমন আছো?
অনেক ভাল লাগল নদী আপুকেকথা হলো অনেক

ওনার আন্তরিকতা অনেক ভাল লাগলআমি জিজ্ঞেস করলাম- আনন্দের পোস্ট দেন না কেন?

উনি উল্টা আমাকে প্রশ্ন করলেন, আমাকে দেখে কি মনে হচ্ছে আনন্দে নেই???

এদিকে শুরু হয়ে গেল গম্ভীর আলোচনাবৈশাখী উদযাপন এবং ফোরাম বিষয়েসবাই অভিমত দিলেন বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলোসেগুলো দায়িত্বপ্রাপ্তরা জানাবেন

আমরা বের হচ্ছিলাম এই সময় আসলেন পাশা ভাই মোটর সাইকেল হাকিয়েআবার ঢুকলামসবাই গোল হয়ে বসলামদেওয়া হলো লাচ্ছির অর্ডার
এদিকে চলছে আড্ডাতুলা ভাবীকে জিজ্ঞাসা করা হলো ব্লগে আসেন না কেন?

সাধু ভাই জানালেন কারেন্ট কম থাকেতুলা ভাবী জানালেন আর যখন কারেন্ট আসে তখন হামলে পড়ে সাধুআমি ধরার সুযোগ পাই না

তারিখ : ২ এপ্রিল২০১০।