: কিছু মেয়েকে সুন্দর হওয়ার জন্য অনেক সাজতে হয়। অনেক সময় ব্যয় করে তবে
ঘর থেকে বেরোতে হয়। আর কিছু মেয়ে এম্নেতেই অনেক সুন্দর। তাদের সাধারণ
চেহারাটাই অসাধারণ!
: তো?
: এই মুহূর্তে আমি তেমন একজন অসাধারণ মেয়ের সাথে কথা বলছি।
: এসব কথাগুলো এখন থাক।
: কোথায় থাকবে?
: আশ্চর্য ব্যাপারতো তোমার কথা তুমি কোথায় রাখবে তাও আমার বলে দিতে হবে?
: অন্য কাউকে বলি?
: পিটিয়ে পিঠের হাড্ডি গুড্ডি ভাঙবো। একটা হাড্ডিও কিন্তু আস্ত থাকবে না।
: আফসোস, দেশে নারী নির্যাতন আছে, পুরুষ নির্যাতন আইন নাই।
: দেখছো আমাদের ক্ষমতা? যা বলবে সাবধানে বলবে।
: জ্বী ম্যাডাম। পুরুষদের কথা কেউ ভাবলো না।
: বলে কি! তিনি সকালে উঠতে পারবেন না দেখে আমি প্রতিদিন ভয়ে থাকি। তাকে না উঠানো পর্যন্ত টেনশনে থাকি। বার বার ফোন দিতে থাকি। আর এখন বলে কিনা পুরুষদের কথা কেউ ভাবে না। নিজের প্রিয় ঘুম বিসর্জন দিই কতটা সময়। ঠিক আছে কাল থেকে আর সকালে ফোন দিবো না। দেখি কেম্নে উঠো।
: সরি সরি! আসলে নারী নির্যাতন আইন আরও কঠোর হওয়া দরকার। সরাসরি মৃত্যু দণ্ড।
: মজা করছো?
: নাতো।
: শুনো এখন আমার মুড ভালো নেই। ঝগড়া করতে ইচ্ছে করছে না। নাহলে তোমার খবর ছিল।
: বড় বাঁচা বাঁচা গেলো।
: আমার মুড খারাপ এটা তোমার বেঁচে যাওয়া?
: হুম। সেটাই তো। এজন্যই তো রোদের মধ্যেও সে কখন থেকে তোমাদের গলিটার সামনে এসে দাঁড়িয়ে আছি। নামো না একটু।
মেয়েটি হাসে শব্দহীনভাবে। ওই পাশের মানুষটা শুনতে পায় না। খুশী হয়েছে আপাতত দেখানো যাবে না।। তার মুডটাই ভালো হয়ে যায়। তবে ওপর দিয়ে মুডি ভাবটা বজায় রাখে।
গম্ভীর গলায় বলে, দাঁড়াও আসছি।
ফেসবুকে : শব্দহীন হাসি
: তো?
: এই মুহূর্তে আমি তেমন একজন অসাধারণ মেয়ের সাথে কথা বলছি।
: এসব কথাগুলো এখন থাক।
: কোথায় থাকবে?
: আশ্চর্য ব্যাপারতো তোমার কথা তুমি কোথায় রাখবে তাও আমার বলে দিতে হবে?
: অন্য কাউকে বলি?
: পিটিয়ে পিঠের হাড্ডি গুড্ডি ভাঙবো। একটা হাড্ডিও কিন্তু আস্ত থাকবে না।
: আফসোস, দেশে নারী নির্যাতন আছে, পুরুষ নির্যাতন আইন নাই।
: দেখছো আমাদের ক্ষমতা? যা বলবে সাবধানে বলবে।
: জ্বী ম্যাডাম। পুরুষদের কথা কেউ ভাবলো না।
: বলে কি! তিনি সকালে উঠতে পারবেন না দেখে আমি প্রতিদিন ভয়ে থাকি। তাকে না উঠানো পর্যন্ত টেনশনে থাকি। বার বার ফোন দিতে থাকি। আর এখন বলে কিনা পুরুষদের কথা কেউ ভাবে না। নিজের প্রিয় ঘুম বিসর্জন দিই কতটা সময়। ঠিক আছে কাল থেকে আর সকালে ফোন দিবো না। দেখি কেম্নে উঠো।
: সরি সরি! আসলে নারী নির্যাতন আইন আরও কঠোর হওয়া দরকার। সরাসরি মৃত্যু দণ্ড।
: মজা করছো?
: নাতো।
: শুনো এখন আমার মুড ভালো নেই। ঝগড়া করতে ইচ্ছে করছে না। নাহলে তোমার খবর ছিল।
: বড় বাঁচা বাঁচা গেলো।
: আমার মুড খারাপ এটা তোমার বেঁচে যাওয়া?
: হুম। সেটাই তো। এজন্যই তো রোদের মধ্যেও সে কখন থেকে তোমাদের গলিটার সামনে এসে দাঁড়িয়ে আছি। নামো না একটু।
মেয়েটি হাসে শব্দহীনভাবে। ওই পাশের মানুষটা শুনতে পায় না। খুশী হয়েছে আপাতত দেখানো যাবে না।। তার মুডটাই ভালো হয়ে যায়। তবে ওপর দিয়ে মুডি ভাবটা বজায় রাখে।
গম্ভীর গলায় বলে, দাঁড়াও আসছি।
ফেসবুকে : শব্দহীন হাসি