রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

দেখা নাটক

।।গল্প : ০১।।
"শেষ থেকে শুরু" নামে একটা নাটক দেখছি।
মেয়েটি ধরলো তাকে খাওয়াতে হবে পাঁচতারা হোটেলে। ছেলেটি জিজ্ঞেস করলো, কবে?
: এখন।
: রাতে যাই?
পরে ছেলেটি রাতেই মেয়ে যে দামী রেস্টুরেন্টে খেতে চায় সেখানে খাওয়ায়।
জানা যায়, ছেলেটির হাতে তখন টাকা ছিল না। সে টাকা যোগাড় করতে নিজের মোবাইল বিক্রি করে দিয়েছিল। এজন্য দিনে খাওয়াতে পারেনি!

কয়েক বছর পর। ছেলেটির নিজের বড় প্রতিষ্ঠান হয়েছে। মেয়েটির সাথে হঠাৎ করে দেখা।
দুইজনের মধ্যে কথা হয়। ছেলেটি বলে, এখন আর আমার তোমাকে খাওয়াতে মোবাইল বিক্রি করতে হবে না। যেখানে খেতে চাও সেখানে খাওয়ানোর সামর্থ্য হয়েছে। কিন্তু খেতে চাওয়ার সে মানুষটা আমার পাশে নেই।
বাস্তবে এ ধরণের ব্যাপারগুলোই ঘটে। সময় অদ্ভূতভাবে প্রতিশোধ নেয়, কারো কারো ক্ষেত্রে একটু বেশি ভাবেই!!  ** ফে লিংক **