শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪

ভার্চুয়াল বন্ধুদের সাথে আড্ডা

২৯ ডিসেম্বর :১২
কোথাও গেলে (অপরিচিত যেখানে থাকে) আমি সাধারণত জড়সড় হয়ে থাকি। হুট করে মনের সব কথা বলে ফেলতে পারি না। তবে অন্যদের উচ্ছাস, গল্পগুলো দারুণ উপভোগ করি।
কয়েকজন তরুণ-তরুণী চট্টগ্রামের শিল্পকলায় একত্রিত হয়েছে। ভার্চুয়াল ভাবে তারা পরিচিত হয়েছে পরষ্পরের সাথে। ভার্চুয়াল জগতটা যে শুধু সময় কাটানোর প্লাটফর্ম না এটা প্রমাণ করার জন্যই এ কয়েক তরুণ-তরুণীই যথেষ্ট। অসহায় শীতার্তদের জন্য তারা কাপড় সংগ্রহ করছে।

নিজ হাতেই বহন করছে সংগ্রহ করা শীত বস্ত্রের বস্তা, ব্যাগগুলো। এতটুকু সংকোচ নেই, নেই এতটুকু জড়তা। এ জিনিসটা দেখে অনেক বেশি ভাল লাগল।
বিশ্বাস করি মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে এই যে অসংকোচ, জড়তাহীনতা দেশকে বদলে দেবে। অবশ্যই বদলে দেবে।
বেশ কয়েকজনের সাথে পরিচিত হলাম, যাদের নাম, গল্প আগে শুধুই শুনেছি। আজ সরাসরি দেখলাম, অল্প কিছু কথা হলো। ভাল একটি বিকাল কাটল। # ফেবু লিংক  ।