: একটা ছাতা দিতে পারবে?
: কেন. তোমার ছাতা কি হয়েছে?
: সেদিন অফিসে যাওয়ার সময় বৃষ্টি ছিল, ছাতা নিয়ে গেলাম। আসার সময় দেখি বৃষ্টি নাই। তাই ছাতাটা আর আনি নাই।
: বেশ ভাল কাজ করেছো। এখন এ বৃষ্টিতে অফিসে যাবে কিভাবে!
: এজন্যইতো তোমার ছাতাটা খুঁজলাম।
: আমি যে ছাতা ব্যবহার করি তাতো তুমি ব্যবহার পারবে না তো। ছাতায় একপাড়ে ফুলের নকশা আছে। লেডিস ছাতা এটি। তুমি ব্যবহার করছো এ দৃশ্য অন্যরা দেখলে হাসাহাসি করবে। পরিচিত কেউ দেখলে ছবি তুলে ফেসবুকেও আপলোড দিয়ে দিতে পারে।
: ছাতাকেও লিঙ্গভেদ করে দিলো! ব্যবসায়ীরা তাদের বিক্রি বাড়াতে একাজ করেছে। এটা কিছু হলো?
: এককাজ করি, গাড়িটা গ্যারেজে এম্নেই পড়ে আছে। ড্রাইভারকে বলি তোমার অফিসে দিয়ে আসতে?
: তোমার গাড়িটা আবার লেডিজ গাড়ি নাতো!
: গাড়িটা আমার নয়, আব্বুর।
রিয়া বুঝতে পারে না ওদের গাড়িটার প্রতি নেহালের এত এলার্জি কেন। কিছুটা ধনী হওয়াটা কি দোষের! নেহাল রিয়ার সাথে ভাল বন্ধুত্ব হওয়ার পরপরই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নিজে গাড়ি কেনার আগে ওদের গাড়িটা চড়বে না। হয়ত এ প্রতিজ্ঞার কারণে কখনোই ওদের গাড়ি চড়া হবে না। তারপরও মধ্যবিত্তের কিছু জেদ দেখিয়ে যেতে পারাটা বেশ আনন্দের। সে আনন্দে থাকতে চায় সে।
ফেসবুকে : প্রতিজ্ঞা
: কেন. তোমার ছাতা কি হয়েছে?
: সেদিন অফিসে যাওয়ার সময় বৃষ্টি ছিল, ছাতা নিয়ে গেলাম। আসার সময় দেখি বৃষ্টি নাই। তাই ছাতাটা আর আনি নাই।
: বেশ ভাল কাজ করেছো। এখন এ বৃষ্টিতে অফিসে যাবে কিভাবে!
: এজন্যইতো তোমার ছাতাটা খুঁজলাম।
: আমি যে ছাতা ব্যবহার করি তাতো তুমি ব্যবহার পারবে না তো। ছাতায় একপাড়ে ফুলের নকশা আছে। লেডিস ছাতা এটি। তুমি ব্যবহার করছো এ দৃশ্য অন্যরা দেখলে হাসাহাসি করবে। পরিচিত কেউ দেখলে ছবি তুলে ফেসবুকেও আপলোড দিয়ে দিতে পারে।
: ছাতাকেও লিঙ্গভেদ করে দিলো! ব্যবসায়ীরা তাদের বিক্রি বাড়াতে একাজ করেছে। এটা কিছু হলো?
: এককাজ করি, গাড়িটা গ্যারেজে এম্নেই পড়ে আছে। ড্রাইভারকে বলি তোমার অফিসে দিয়ে আসতে?
: তোমার গাড়িটা আবার লেডিজ গাড়ি নাতো!
: গাড়িটা আমার নয়, আব্বুর।
রিয়া বুঝতে পারে না ওদের গাড়িটার প্রতি নেহালের এত এলার্জি কেন। কিছুটা ধনী হওয়াটা কি দোষের! নেহাল রিয়ার সাথে ভাল বন্ধুত্ব হওয়ার পরপরই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নিজে গাড়ি কেনার আগে ওদের গাড়িটা চড়বে না। হয়ত এ প্রতিজ্ঞার কারণে কখনোই ওদের গাড়ি চড়া হবে না। তারপরও মধ্যবিত্তের কিছু জেদ দেখিয়ে যেতে পারাটা বেশ আনন্দের। সে আনন্দে থাকতে চায় সে।
ফেসবুকে : প্রতিজ্ঞা