শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

ভুল (অনুগল্প)

আর রাত জাগতে হয় না মাসুদের। তৃষার ফোনের অপেক্ষায় থাকতে হয় না। অপেক্ষায় থাকলেও তৃষা আর ফোন দেবে না। এক সময় অতি কাছের জন সামাজিক ভাবে এত দূরত্বের হয়ে গেছে যে ফোন পর্যন্ত দেয়ার কথা ভাবে না।
মাসুদ রাত জাগতে চায় না। আগের স্মৃতি গুলো মনে পড়ে যাচ্ছে। ঘুমের ওষুধেও ইদানিং কাজ করছে না। একটা চিরস্থায়ী ঘুম হয়ে গেলে ভাল হতো।
শেষ পর্যন্ত ফ্যামিলি যেখানে বলেছে সেখানেই যেতে রাজি হয়েছে তৃষা। ডাক্তার এক ছেলের সাথে বিয়ে হয়েছে! এতগুলো স্মৃতিকে কি অবলীলায় পেছনে ফেলে গেছে।
তৃষার শেষ কথাগুলো ছিলো, "অপরাধী হিসেবেই আছি। জানি স্বার্থপর ভাবছো আমায়। আমাকে সেটা ভেবে যদি কিছুটা হলেও ভাল থাকো তবে আমি অনেক ভাল থাকবো। সত্যি বলছি অনেক ভাল থাকবো।"

মেসেজ দিয়েছিল। এরপর সব যোগাযোগ বন্ধ। আগের দুইটা মোবাইল বন্ধ, ফেসবুকের আইডি ডি একটিভ।
রাতগুলো এক সময় কি ছোট মনে হতো। আর এখন রাতগুলোকে মনে হয় কয়েকটা যুগ যেন। প্রতিটি রাতই যে কত কত স্মৃতি ঘেরা!
মাঝে মাঝে আলসে করে ভাত খেতো না। তখন তৃষার আকুতি কে দেখে! ওর পীড়াপিড়িতে রাত দুইটা বাজে ভাত রান্না করে খেতে হতো। মায়াবী গলায় অদ্ভূত গান করতে পারে তৃষা। তবে খুব কম সময়ে গান গায়।
রাতে ডিম ভেজে ভাত খাওয়া শেষ হলে গান শোনাতো! এত মায়াবী গলা যে মনে হতো সে ঘোরে আছে।
মাসুদের মনে হয়, মানুষ স্মৃতিশক্তিহীন প্রাণী হলেই সবচেয়ে ভাল হতো। পৃথিবীর ঘোরগুলো প্রতারক। বড় বেশি প্রতারক।
খাওয়ায় দাওয়ায়, জীবন যাপনে অনিয়মের কারণে শরীর ভেঙ্গে পড়ে মাসুদের। সব কিছুকে অসহ্য মনে হয়। বাড়ী যায় না মাসের পর মাস। আগের মাসুদকে কেউ চিনে না! নেশা করে।
দুই বছর পর ::
তৃষার সাথে তার হাসব্যান্ডের ছাড়াছাড়ি হয়ে গেছে। মাসুদের বন্ধুরা চেষ্টা করে মাসুদকে বিপথের থেকে ফেরাতে। অনেক বুঝিয়ে সুঝিয়ে তৃষাকে রাজি করায় মাসুদের সাথে দেখা করতে।

তৃষা শাড়ি পড়ে এসেছে। তৃষাকে শাড়ি পড়া অবস্থয় আগে কখনো দেখেনি মাসুদ। সুন্দর একটি পবিত্র মুখ। এমন পবিত্র মুখের সাথে রাগ করা যায় না। তৃষা বিয়েতে রাজি হয়েছে এটা যখন জেনেছিল তখন সিদ্ধান্ত নেয় যদি কখনো তৃষার সাথে দেখা হয় তখন কিছু কথা শোনাবে।

কিন্তু তৃষার নির্মল মুখটা দেখে কিছু বলতে পারে না। তৃষার চোখে পানি। এ কি হাল হয়েছে এ ছেলের!
মাসুদ জানে না, তৃষার ডিভোর্স হয়ে গেছে। আর তৃষা জানে না ভেঙ্গে যাওয়া সম্পর্ক কখনো আগের মত জোড়া লাগে কিনা।
একজন অপরজনের দিকে তাকিয়ে আছে। কোন কথা নেই। সময় পার হচ্ছে.......

ফেসবুকে-ভুল