: হাসো কেন?
: হাসতে ইচ্ছা হচ্ছে তাই!
: আমি কি খুব হাস্যকর কথা বলেছি?
: নাহ, তা বলো নি।
তাহলে দয়া করে তোমার ওই বিশ্রী হাসিটা থামাও।
: আচ্ছা থামালাম। এ হাসির জন্যই একসময় তুমি আবেগী হয়ে পড়েছিলে আমার প্রতি।
: সেটাই তো জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।
ভুল বলে জানতাম বিধায়ইতো আমি এগিয়ে যাইনি।
: মানে?
: মানে কিছু না। তোমাদের পাশের বিল্ডিং ছেড়ে চলে গেলাম।
: তুমি তো একটা ভীতু ছেলে। শুধু আমার ভয়ে এলাকা ছেড়ে পালালে।
: সেজন্য পালাইনি। তোমার জীবনের বড় ভুলটা যাতে পূর্ণতা না পায় সেজন্য ছেড়েছি। এখন তোমার সংসার হয়েছে। নির্ভাবনার জীবন। গাড়ি আছে, বাড়ী আছে। যাই চাচ্ছো তাই পাচ্ছো।
: উপরের রুপটাই দেখলে? তুমি আসলে এখনও স্বার্থপর থেকে গেলে। একটা মানুষের দীর্ঘশ্বাস কখনোই বুঝতে চাওনি।
: অন্যের সুখের জন্য মাঝে মাঝে স্বার্থপরতা দেখাতে হয়। সেটা যে অভিনয় অনেকে ধরতে পারে না। তুমিও পারো নি।
বৃষ্টি শুরু হয়েছে। নীলার খুব ইচ্ছা করছে ফাহিমের হাত ধরতে। হাত ধরে বৃষ্টিতে ভিজতে। নীলা হাত বাড়িয়ে দেয়। ফাহিম দূরে সরে যায়।
ফাহিমের সরে যাওয়া অভিনয় না সত্য সত্য, নীলা প্রশ্ন করে।
: অভিনয় আর সত্যের মাঝামাঝি। সামাজিক বাধা। দূরের মানুষ দূরে থাকাই ভাল। কাছে আসলে কষ্ট বাড়ে!
ফেসবুকে : স্বার্থপর
: হাসতে ইচ্ছা হচ্ছে তাই!
: আমি কি খুব হাস্যকর কথা বলেছি?
: নাহ, তা বলো নি।
তাহলে দয়া করে তোমার ওই বিশ্রী হাসিটা থামাও।
: আচ্ছা থামালাম। এ হাসির জন্যই একসময় তুমি আবেগী হয়ে পড়েছিলে আমার প্রতি।
: সেটাই তো জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।
ভুল বলে জানতাম বিধায়ইতো আমি এগিয়ে যাইনি।
: মানে?
: মানে কিছু না। তোমাদের পাশের বিল্ডিং ছেড়ে চলে গেলাম।
: তুমি তো একটা ভীতু ছেলে। শুধু আমার ভয়ে এলাকা ছেড়ে পালালে।
: সেজন্য পালাইনি। তোমার জীবনের বড় ভুলটা যাতে পূর্ণতা না পায় সেজন্য ছেড়েছি। এখন তোমার সংসার হয়েছে। নির্ভাবনার জীবন। গাড়ি আছে, বাড়ী আছে। যাই চাচ্ছো তাই পাচ্ছো।
: উপরের রুপটাই দেখলে? তুমি আসলে এখনও স্বার্থপর থেকে গেলে। একটা মানুষের দীর্ঘশ্বাস কখনোই বুঝতে চাওনি।
: অন্যের সুখের জন্য মাঝে মাঝে স্বার্থপরতা দেখাতে হয়। সেটা যে অভিনয় অনেকে ধরতে পারে না। তুমিও পারো নি।
বৃষ্টি শুরু হয়েছে। নীলার খুব ইচ্ছা করছে ফাহিমের হাত ধরতে। হাত ধরে বৃষ্টিতে ভিজতে। নীলা হাত বাড়িয়ে দেয়। ফাহিম দূরে সরে যায়।
ফাহিমের সরে যাওয়া অভিনয় না সত্য সত্য, নীলা প্রশ্ন করে।
: অভিনয় আর সত্যের মাঝামাঝি। সামাজিক বাধা। দূরের মানুষ দূরে থাকাই ভাল। কাছে আসলে কষ্ট বাড়ে!
ফেসবুকে : স্বার্থপর