-তুমি পঁচা পঁচা পঁচা।
- তুমি বুদ্মিমতী!
-কেন কেন?
- এই যে পঁচা মানুষ চিনতে পারছো। তোমরা মেয়ে মানুষরা বেশিরভাগ সময় বিপদে পড়ো পঁচা মানুষ চিনতে না পারার জন্য।
- তুমি শুধু পঁচা না খারাপ মানুষ। কেমন খারাপ জানো?
- কেমন?
- মোবাইলের মত। মাঝে মাঝে মনে করি মোবাইল আর ব্যবহার করবো না। খুব জ্বালায়। আননোন নাম্বার থেকে বিরক্তিকর কল আসে। কিন্তু তোমার সাথে কথা বলার জন্য তো মোবাইল দরকার। যেদিন তোমার সাথে কথা বলতে পারি না সেদিন অনেক খারাপ লাগে। মনে হয় কেমন জানি একটা শূন্যতা। রিং হলেই প্রথমবারই মনে আসে তোমার কল। তোমার কথা চিন্তা করে মোবাইলটা আর ফেলে দিতে পারি না।
- তুমি তো দেখি ব্যাপক সমস্যায় আছো।
- এই দুষ্টামি করবে না কিন্তু। হেসে উড়িয়ে দেয়ার মত কোন কথা বলিনি। আমার আবেগগুলোতো তোমার কাছে শুধুই ঢং মনে হয়। প্রতিবার ভাবি আর তোমার কাছে আবেগের কিছু বলবো না। তবুও..
- আমি একটা বুদ্ধি দিলে দেখবে সমস্যার সমাধান হয়ে গেছে।
- কি বুদ্ধি?
- চলো বিয়ে করে ফেলি। একই ছাদের নিচে থাকলে আর মোবাইলটা রাখতে হবে না। তোমার ইচ্ছা হচ্ছে মোবাইলটা ফেলে দেওয়া। এই ইচ্ছাটা পূরণের জন্য হলেও আমাদের অতি শীঘ্রই বিয়ে করা উচিত।
- আমি মোবাইলটা এখন ফেলে দিলে কাল সকালে কাজি অফিসে নিয়ে যাবা তো?
- নাহ নাহ!! মোবাইল ফেলার আপাতত কোন দরকার নেই। মোবাইলটা আরো কিছু দিন রাখো। মোবাইলের ওজন তো এমন বেশি কিছু না। আর ভারী লাগলে আরেকটু স্লিম টাইপের মোবাইল নিতে পারো। বাজারে একেবারে হালকা টাইপের মোবাইলও আছে। চাইলে আমি একটা গিফট দিতে পারি।
- ধ্যাৎ! তুমি আসলেই পঁচা. পঁচা পঁচা। তোমার সাথে কথা নেই। বাহিরে বৃষ্টি হচ্ছে। আমি ছাদে যাচ্ছি। বৃষ্টিতে ভিজবো.....
ফেসবুকে-মোবাইল ও মানুষ
- তুমি বুদ্মিমতী!
-কেন কেন?
- এই যে পঁচা মানুষ চিনতে পারছো। তোমরা মেয়ে মানুষরা বেশিরভাগ সময় বিপদে পড়ো পঁচা মানুষ চিনতে না পারার জন্য।
- তুমি শুধু পঁচা না খারাপ মানুষ। কেমন খারাপ জানো?
- কেমন?
- মোবাইলের মত। মাঝে মাঝে মনে করি মোবাইল আর ব্যবহার করবো না। খুব জ্বালায়। আননোন নাম্বার থেকে বিরক্তিকর কল আসে। কিন্তু তোমার সাথে কথা বলার জন্য তো মোবাইল দরকার। যেদিন তোমার সাথে কথা বলতে পারি না সেদিন অনেক খারাপ লাগে। মনে হয় কেমন জানি একটা শূন্যতা। রিং হলেই প্রথমবারই মনে আসে তোমার কল। তোমার কথা চিন্তা করে মোবাইলটা আর ফেলে দিতে পারি না।
- তুমি তো দেখি ব্যাপক সমস্যায় আছো।
- এই দুষ্টামি করবে না কিন্তু। হেসে উড়িয়ে দেয়ার মত কোন কথা বলিনি। আমার আবেগগুলোতো তোমার কাছে শুধুই ঢং মনে হয়। প্রতিবার ভাবি আর তোমার কাছে আবেগের কিছু বলবো না। তবুও..
- আমি একটা বুদ্ধি দিলে দেখবে সমস্যার সমাধান হয়ে গেছে।
- কি বুদ্ধি?
- চলো বিয়ে করে ফেলি। একই ছাদের নিচে থাকলে আর মোবাইলটা রাখতে হবে না। তোমার ইচ্ছা হচ্ছে মোবাইলটা ফেলে দেওয়া। এই ইচ্ছাটা পূরণের জন্য হলেও আমাদের অতি শীঘ্রই বিয়ে করা উচিত।
- আমি মোবাইলটা এখন ফেলে দিলে কাল সকালে কাজি অফিসে নিয়ে যাবা তো?
- নাহ নাহ!! মোবাইল ফেলার আপাতত কোন দরকার নেই। মোবাইলটা আরো কিছু দিন রাখো। মোবাইলের ওজন তো এমন বেশি কিছু না। আর ভারী লাগলে আরেকটু স্লিম টাইপের মোবাইল নিতে পারো। বাজারে একেবারে হালকা টাইপের মোবাইলও আছে। চাইলে আমি একটা গিফট দিতে পারি।
- ধ্যাৎ! তুমি আসলেই পঁচা. পঁচা পঁচা। তোমার সাথে কথা নেই। বাহিরে বৃষ্টি হচ্ছে। আমি ছাদে যাচ্ছি। বৃষ্টিতে ভিজবো.....
ফেসবুকে-মোবাইল ও মানুষ