: আচ্ছা, আপনি আমাকে এত ঘন ঘন ফোন দেন কেন? ফেসবুকে বসতে না বসতে নক দেন।
: বিরক্ত? ঠিক আছে বিরক্ত হলে আর দিবো না।
: নাতো। আমি কি সেটা বলেছি নাকি?
: প্রশ্ন করলে যে!
: ফোন দিয়ে কথা বলেন না। বেশির ভাগ সময়ই আমার কথা বলতে হয়। আমিই বকবক করি।
: আমার শুনতেই বেশি ভালো লাগে।
: আমারওতো শুনতে ভালো লাগে। কিন্তু আপনি তো কথা বলেন না।
: আচ্ছা এবার থেকে আমি অনেক অনেক কথা বলবো। প্রজাপতির গল্প বলবো, লাটিম ঘুরানো ছেলেটির গল্প বলবো, চড়ুই পাখি হারিয়ে কাঁদা এক শিশুর গল্প, ফড়িংয়ের পেছনে ছোটা ছেলের গল্প বলবো।
: গল্পগুলো সব আপনার তাই না? আচ্ছা আপনি এমন গম্ভীর হয়ে থাকেন তো। আপনারও তো অনেক অনেক গল্প আছে।
: সব গল্পতো সবার সাথে বলা যায় না। কিছু গল্প থাকে যা সম্পূর্ণ আলাদা।
: আমাকেও বলা যাবে না?
: যাবে। তবে একটা শর্তে?
: কি শর্ত?
: বলবো?
: হা বলেন। আপনার গল্পগুলো শোনার যে আমার অনেক অনেক ইচ্ছে।
: বলবো?
: এভাবে ভারাচ্ছেন কেন? বলে দিন।
: সত্যি বলবো।
: আবার?
: তুমি রাজি হবে তো?
: বলেই দেখেন।
: তুমি কি আমার এলার্ম ঘড়ি হবে?
: হবো না মানে। অবশ্যই হবো। আমার মত ভালো এলার্ম ঘড়ি আর কোথাও পাবেন নাকি? হুম....? আমার ডাকে না উঠলে কিন্তু আপনার মাথার চুল একটাও রাখবো না। আগে থেকে বলে দিলাম কিন্তু। মনে থাকবে তো!
: কি সর্বনাশ! এলার্ম ঘড়ি কি চুল ছিড়ে দেয়?
: হুম দেয়। আরও কত কিছু দেয় তখন টের পাবেন। জ্যান্ত মানুষকে সারাজীবনের জন্য এলার্ম ঘড়ি বানাতে চাইলে তো একটু যন্ত্রণা সহ্য করতেই হবে। বুঝছেন তো জনাব?
ফেসবুকে : এলার্ম ঘড়ি
: বিরক্ত? ঠিক আছে বিরক্ত হলে আর দিবো না।
: নাতো। আমি কি সেটা বলেছি নাকি?
: প্রশ্ন করলে যে!
: ফোন দিয়ে কথা বলেন না। বেশির ভাগ সময়ই আমার কথা বলতে হয়। আমিই বকবক করি।
: আমার শুনতেই বেশি ভালো লাগে।
: আমারওতো শুনতে ভালো লাগে। কিন্তু আপনি তো কথা বলেন না।
: আচ্ছা এবার থেকে আমি অনেক অনেক কথা বলবো। প্রজাপতির গল্প বলবো, লাটিম ঘুরানো ছেলেটির গল্প বলবো, চড়ুই পাখি হারিয়ে কাঁদা এক শিশুর গল্প, ফড়িংয়ের পেছনে ছোটা ছেলের গল্প বলবো।
: গল্পগুলো সব আপনার তাই না? আচ্ছা আপনি এমন গম্ভীর হয়ে থাকেন তো। আপনারও তো অনেক অনেক গল্প আছে।
: সব গল্পতো সবার সাথে বলা যায় না। কিছু গল্প থাকে যা সম্পূর্ণ আলাদা।
: আমাকেও বলা যাবে না?
: যাবে। তবে একটা শর্তে?
: কি শর্ত?
: বলবো?
: হা বলেন। আপনার গল্পগুলো শোনার যে আমার অনেক অনেক ইচ্ছে।
: বলবো?
: এভাবে ভারাচ্ছেন কেন? বলে দিন।
: সত্যি বলবো।
: আবার?
: তুমি রাজি হবে তো?
: বলেই দেখেন।
: তুমি কি আমার এলার্ম ঘড়ি হবে?
: হবো না মানে। অবশ্যই হবো। আমার মত ভালো এলার্ম ঘড়ি আর কোথাও পাবেন নাকি? হুম....? আমার ডাকে না উঠলে কিন্তু আপনার মাথার চুল একটাও রাখবো না। আগে থেকে বলে দিলাম কিন্তু। মনে থাকবে তো!
: কি সর্বনাশ! এলার্ম ঘড়ি কি চুল ছিড়ে দেয়?
: হুম দেয়। আরও কত কিছু দেয় তখন টের পাবেন। জ্যান্ত মানুষকে সারাজীবনের জন্য এলার্ম ঘড়ি বানাতে চাইলে তো একটু যন্ত্রণা সহ্য করতেই হবে। বুঝছেন তো জনাব?
ফেসবুকে : এলার্ম ঘড়ি