বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

চার মাস পর (অনু গল্প)

হেলাল আর আফসানা অফিসের একই ডেস্কে কাজ করে। দুইজনের মাঝখানে শুধু একটা হাফ পার্টিশন। আফসানা মেয়েটা সুন্দর। হেলাল কয়েকবার কথা বলার চেষ্টা করেছে। বেশি লাভ হয় নি। মাপা মাপা কথা বলে। সুন্দর হওয়ার গর্ব হয়ত কিংবা তার আচরণই এমন।
হেলাল ডেস্কে এলেই হেসে বলে, হাই আফসানা, কেমন আছেন?
আফসানা গম্ভীর মুখে বলল, ভালো।


হেলালের মনে একটা ক্ষীণ আশা, সে কেমন আছে জিজ্ঞেস করবে। না তেমন কিছু হয় না। আফসানা মনযোগ দেয় কম্পিউটারে। তার দুই চোখ মনিটরের দিকে।
মাঝে মাঝে আফসানার দিকে তাকায় হেলাল। সুন্দর একটি মুখ। তার দিকে তাকাতে ভালো লাগে হেলালের। কল্পনায় ভাসে হেলাল। সেসব কল্পনার রাজ্য শুধুই তার।
তবে এখন আর জিজ্ঞেস করে না, কেমন আছেন।
একদিন হেলালের বন্ধু শরীফ তার অফিসে আসে। শরীফ দেখতে অনেক বেশি স্মার্ট। অনেকটা নোবেলের মত দেখতে। কিছুক্ষণ অফিসে থাকে।
বের হওয়ার সময় বলে, দোস্ত, তোর পাশে তো সেরকম একটা কিউট মেয়ে কাজ করে। এজন্যই তো বলি তুই অফিস থেকে বের হতে দেরি করিস কেন? অফিস থেকে বের হতে ইচ্ছে হয় না। না? কেমন খাতির হলো।
টং দোকানের চাচার দেয়া চায়ের কাপটা শরীফের দিকে বাড়িয়ে দিয়ে হেলাল বলে, আরে কথাই বলে না। খাতির হবে কোত্থেকে?
: বলস কি? কথাই হয় না। এমন সুন্দর মেয়ের সাথে কথা না বলে পাশাপাশি এতক্ষণ থাকিস কিভাবে।
হেলাল দীর্ঘশ্বাস ফেলে। কিছু বলে না। সে না হয় একটু বেঁটে। এজন্য মাঝে মাঝে নিজেকে অসহায় লাগে।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
চার মাস পর
আননোন নাম্বার থেকে কল। হেলাল শুয়ে ছিল। ফোনটা রিসিভ করে। মেয়ের গলা। একটু অবাক হয় হেলাল। এ নাম্বারে তো সাধারণত মেয়ের কল আসে না। কে আবার?
: হ্যালো।
: জ্বী বলুন।
: আপনি হেলাল না?
: হা তা ঠিক আছে। কিন্তু আপনি কে?
: আমি আফসানা।
হেলাল আকাশ থেকে পড়ে। আফসানা ওকে ফোন দিতে যাবে কোন দু:খে। তার ওপর গলাটা ভারী ভারী লাগছে। কোন বিপদে পড়লো কে জানে। আর বিপদে পড়লে এখানেই কেন ফোন দিবে?
: আপনার গলা ভারী ভারী মনে হচ্ছে। কোন বিপদ?
: আপনার বন্ধুটা সম্পর্কে আমাকে আগে বলেন নাই কেন?
: কোন বন্ধু সম্পর্কে?
: শরীফ সম্পর্কে। সে এখন আমার ফোন ধরে না। আমার সাথে কথা বলছে না। সে সম্পর্ক কন্টিনিউ করতে চায় না।
হেলাল বিস্মিত, দ্বিতীয়বার আকাশ থেকে পড়লো যেন! শরীফের সাথে সম্পর্ক হয়েছে কিছুই জানে না।

: বিশ্বাস করে আমি তার সাথে ওর বন্ধুর ফ্ল্যাট বাড়িতেও গিয়েছি। বুঝে নেন আমাদের সম্পর্কটা কতদূর গেছে। আর এখন বলছে... আফসানার কান্না বাড়ে।
হেলালের বলতে ইচ্ছে হয়, কেন! যখন সম্পর্ক করতে গেছেন তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন। স্মার্ট, লম্বা দেখে ঝাপিয়ে পড়েছেন। এখন আমাকে কেন বলতে আসছেন?
সে মুখে ওসব বলে না। মেয়েটার কান্না দেখে তার মায়া হয়।
: আপনি কান্না থামান প্লিজ.. আমি দেখছি।

>> চারপাশের কোন এক গল্প.....

ফেসবুকে : চারমাস পর