অভিজ্ঞতা : ০১
আড়াই কি তিন বছর আগের কথা। তখন গল্প টল্প জাতীয় কিছু লিখতাম। কয়েকটি পেইজে প্রকাশও পেতো। নিজেও একটা পেইজও খুলে ফেলি।
তখন ফ্রেন্ড লিস্টে এক মেয়ে মাঝে মাঝে নক করতো। লেখালেখি বিষয়ে কথা বলতো। আরো বিভিন্ন বিষয়ে জানতে চাইতো!
তার প্রোফাইলে ছিল এক ভারতীয় নাকি তামিল নায়িকার ছবি। বেশ সুন্দর একটা মেয়ে।
আড়াই কি তিন বছর আগের কথা। তখন গল্প টল্প জাতীয় কিছু লিখতাম। কয়েকটি পেইজে প্রকাশও পেতো। নিজেও একটা পেইজও খুলে ফেলি।
তখন ফ্রেন্ড লিস্টে এক মেয়ে মাঝে মাঝে নক করতো। লেখালেখি বিষয়ে কথা বলতো। আরো বিভিন্ন বিষয়ে জানতে চাইতো!
তার প্রোফাইলে ছিল এক ভারতীয় নাকি তামিল নায়িকার ছবি। বেশ সুন্দর একটা মেয়ে।
- আপনি কি এটা আমার ছবি মনে করেছেন? এটা কিন্তু আমি না। একটা নায়িকা। ছবিটা ভালো লেগেছে তাই প্রোফাইলে দিয়েছি।
আমি হাসি। (ছবি দেখে বন্ধুত্ব করার মত বোকা কখনো ছিলাম না)
একদিন মেয়েটি জানায় এটা তার আসল আইডি না। আসল আইডিতে এড করে।
আসল আইডিতে এড করার পর দেখি মেয়ে অসম্ভব সুন্দর। অন্য আইডিতে যে নায়িকার ছবি দিয়েছে তার চেয়েও বেশি!!
বেশিরভাগ সময় ফেইকের ছবি গুলোই সুন্দর হয়। কিন্তু কখনও কখনও ফেইকের চেয়ে বাস্তবে ছবি অনেক বেশি সুন্দর হয়!
#ফেবু লিংক
++++++++++++++++++++++++++++
একটা গান খুঁজতেছিলাম। নিজে অনেকবার সার্চ দিয়েও নেটে পাইনি। ফেসবুকে স্ট্যাটাস দিলাম। ফ্রেন্ডলিস্টে থাকা এক ভাই গানের লিংক দিলেন।
এত দিন ধরে খুঁজতে থাকা গানটা পেয়ে ভালো লাগল। সে ভাইকে ইনবক্সে মেসেজ দিলাম থ্যাংকু জানিয়ে। বললাম, অনেক দিন ধরে গানটা খুঁজতেছিলাম। লিংক দেয়ার জন্য ধন্যবাদ।
উত্তরে ওই ভাই লিখলেন, “আমি আপনার ফেবু বন্ধু হতেও অনেকদিন সময় লেগেছিল।”
এইডা কিছু হইলো!!
৮ জুলাই ১৪ ## ফেবু লিংক #
আমি হাসি। (ছবি দেখে বন্ধুত্ব করার মত বোকা কখনো ছিলাম না)
একদিন মেয়েটি জানায় এটা তার আসল আইডি না। আসল আইডিতে এড করে।
আসল আইডিতে এড করার পর দেখি মেয়ে অসম্ভব সুন্দর। অন্য আইডিতে যে নায়িকার ছবি দিয়েছে তার চেয়েও বেশি!!
বেশিরভাগ সময় ফেইকের ছবি গুলোই সুন্দর হয়। কিন্তু কখনও কখনও ফেইকের চেয়ে বাস্তবে ছবি অনেক বেশি সুন্দর হয়!
#ফেবু লিংক
++++++++++++++++++++++++++++
একটা গান খুঁজতেছিলাম। নিজে অনেকবার সার্চ দিয়েও নেটে পাইনি। ফেসবুকে স্ট্যাটাস দিলাম। ফ্রেন্ডলিস্টে থাকা এক ভাই গানের লিংক দিলেন।
এত দিন ধরে খুঁজতে থাকা গানটা পেয়ে ভালো লাগল। সে ভাইকে ইনবক্সে মেসেজ দিলাম থ্যাংকু জানিয়ে। বললাম, অনেক দিন ধরে গানটা খুঁজতেছিলাম। লিংক দেয়ার জন্য ধন্যবাদ।
উত্তরে ওই ভাই লিখলেন, “আমি আপনার ফেবু বন্ধু হতেও অনেকদিন সময় লেগেছিল।”
এইডা কিছু হইলো!!
৮ জুলাই ১৪ ## ফেবু লিংক #
++++++++++++++++++++++++++++++++
দূর্যোধন ভাই একবার স্ট্যাটাস দিয়েছিলেন, সেলিব্রেটি না বলতে। একথাটি তার কাছে একটা গালি মনে হয়।
তারপরও সেলিব্রেটি ডাক নিয়ে খুব মজা করা হয়। ফেসবুক বোধ হয় সবচেয়ে সহজ জায়গা যেখানে সেলিব্রেটি হওয়া যায় অনেক তাড়াতাড়ি। অনেক রকমের সেলিব্রেটি আছে। মজা করে আপাতত পাঁচ রকম সেলিব্রেটির কথা বলা হলো। এটা মজার জন্য অযথা পোস্ট!
ইস্যুভিত্তিক সেলেব্রেটি : কোন ইস্যুতে আক্রমণাত্মক, আবেগী বক্তব্য দিয়ে এরা সেলিব্রেটি হয়ে যায়। ইস্যু যত মর্মান্তিক আর নির্মম হয় তাদের জনপ্রিয়তা তত বাড়ে। কেননা তার চেয়ে বেশি আবেগী ভাবে নির্মমতাকে তারা তুলে ধরতে পারে। তাদের কেউ ইস্যুর সাথে হারিয়ে যায়। কেউ টিকে থাকে। নতুন নতুন ইস্যুর সাথে জাগ্রত হয়।
দূর্যোধন ভাই একবার স্ট্যাটাস দিয়েছিলেন, সেলিব্রেটি না বলতে। একথাটি তার কাছে একটা গালি মনে হয়।
তারপরও সেলিব্রেটি ডাক নিয়ে খুব মজা করা হয়। ফেসবুক বোধ হয় সবচেয়ে সহজ জায়গা যেখানে সেলিব্রেটি হওয়া যায় অনেক তাড়াতাড়ি। অনেক রকমের সেলিব্রেটি আছে। মজা করে আপাতত পাঁচ রকম সেলিব্রেটির কথা বলা হলো। এটা মজার জন্য অযথা পোস্ট!
ইস্যুভিত্তিক সেলেব্রেটি : কোন ইস্যুতে আক্রমণাত্মক, আবেগী বক্তব্য দিয়ে এরা সেলিব্রেটি হয়ে যায়। ইস্যু যত মর্মান্তিক আর নির্মম হয় তাদের জনপ্রিয়তা তত বাড়ে। কেননা তার চেয়ে বেশি আবেগী ভাবে নির্মমতাকে তারা তুলে ধরতে পারে। তাদের কেউ ইস্যুর সাথে হারিয়ে যায়। কেউ টিকে থাকে। নতুন নতুন ইস্যুর সাথে জাগ্রত হয়।
লাইকার সেলেব্রেটি : এ ধরণের সেলিব্রেটিরা সব জায়গায় পাইকারী হারে লাইক
দিয়ে যায়। পড়ে হলেও লাইক, না পড়ে হলেও লাইক। নিজের মতের সাথে মিললেও লাইক
না মিললেও লাইক। এদের ধারণা অন্যদের যেভাবে লাইক দেয় তারাও সেভাবে তাদের
লাইক দিবে। সেলিব্রেটি হওয়ার জন্য এটা সহজ পথ। সফল হওয়ার সম্ভাবনা বেশি।
অটো লাইকার সেলেব্রেটি : এরা অটো লাইকের চমকপ্রদ ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। এরাও অনেক লাইক পায় এবং সেলিব্রেটি হিসেবে গণ্য।
অপ্রতিদ্বন্ধী সেলিব্রেটি : এ প্রকারের সেলিব্রেটিরা একটা পর্যায়ে গিয়ে এমন অবস্থায় পৌঁছেন যে তাদের ধারের কাছে কেউ থাকতে পারে না। এ প্রকার সেলিব্রেটিদের সবচেয়ে বড় সমস্যা লেখার কারণেই তারা লাইক পেলেও তাদের সমালোচকরা বলেন তারা অটো লাইক ব্যবহার করেন।
প্রোফাইল সেলিব্রেটি : এ ধরণের সেলিব্রেটিরা নিজের দারুণ ছবি বিভিন্ন পোজে পাইকারী হারে পোস্টের মাধ্যমে সেলিব্রেটি পর্যায়ে পৌঁছে যান। সুন্দর-সুন্দরীর ভক্ত সবাই যে! নিন্দুকেরা বলে তাহারা ফটোশপের দক্ষ ব্যবহার জানেন।
## ২ জুলাই১৪ ## ফেবু লিংক #
++++++++++++++++++
যে লাইকটা দেখে তুমি এত চিন্তা করো, সে লাইক দেয়ার সময় হয়ত লাইকদাতা তোমার চিন্তার হাজার ভাগেরও এক ভাগও চিন্তা করে নাই।
ক্লিক করলেই লাইক হয়ে যায়... ভাবনার গতির চেয়ে ক্লিকের গতি অনেক বেশি!! তাই কারো লাইক নিয়ে এত বেশি ভাবার কিছু নেই।
## ২৬ জুন # ফেবু লিংক #
++++++++++++++++++++++++
অটো লাইকার সেলেব্রেটি : এরা অটো লাইকের চমকপ্রদ ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। এরাও অনেক লাইক পায় এবং সেলিব্রেটি হিসেবে গণ্য।
অপ্রতিদ্বন্ধী সেলিব্রেটি : এ প্রকারের সেলিব্রেটিরা একটা পর্যায়ে গিয়ে এমন অবস্থায় পৌঁছেন যে তাদের ধারের কাছে কেউ থাকতে পারে না। এ প্রকার সেলিব্রেটিদের সবচেয়ে বড় সমস্যা লেখার কারণেই তারা লাইক পেলেও তাদের সমালোচকরা বলেন তারা অটো লাইক ব্যবহার করেন।
প্রোফাইল সেলিব্রেটি : এ ধরণের সেলিব্রেটিরা নিজের দারুণ ছবি বিভিন্ন পোজে পাইকারী হারে পোস্টের মাধ্যমে সেলিব্রেটি পর্যায়ে পৌঁছে যান। সুন্দর-সুন্দরীর ভক্ত সবাই যে! নিন্দুকেরা বলে তাহারা ফটোশপের দক্ষ ব্যবহার জানেন।
## ২ জুলাই১৪ ## ফেবু লিংক #
++++++++++++++++++
যে লাইকটা দেখে তুমি এত চিন্তা করো, সে লাইক দেয়ার সময় হয়ত লাইকদাতা তোমার চিন্তার হাজার ভাগেরও এক ভাগও চিন্তা করে নাই।
ক্লিক করলেই লাইক হয়ে যায়... ভাবনার গতির চেয়ে ক্লিকের গতি অনেক বেশি!! তাই কারো লাইক নিয়ে এত বেশি ভাবার কিছু নেই।
## ২৬ জুন # ফেবু লিংক #
++++++++++++++++++++++++