বিয়ের
অনুষ্ঠানে আকিব সচরাচর যায় না। হুই হুল্লোড় তার
কাছে বিরক্তিকর লাগে। তবে ত্রপা আসতে
বলেছে তাই এসেছে। ত্রপা কোন অনুরোধ করলে ফেলতে পারে না আকিব।
আকিবের বন্ধু বান্ধব বেশি নাই। সে এক কোণায় দাঁড়িয়ে গেইট দিয়ে ঢোকা মানুষগুলোকে লক্ষ্য করছে। তার মনে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে, মানুষ এত সাজতে পারে কিভাবে! বেশিরভাগ মেয়েই মুখ ভর্তি মেকাপ দিয়ে এসেছে। চোখে কি যেন জ্বল জ্বল করছে।
আকিবের বন্ধু বান্ধব বেশি নাই। সে এক কোণায় দাঁড়িয়ে গেইট দিয়ে ঢোকা মানুষগুলোকে লক্ষ্য করছে। তার মনে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে, মানুষ এত সাজতে পারে কিভাবে! বেশিরভাগ মেয়েই মুখ ভর্তি মেকাপ দিয়ে এসেছে। চোখে কি যেন জ্বল জ্বল করছে।