বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

অদ্ভূত সকাল

বিয়ের অনুষ্ঠানে আকিব সচরাচর যায় নাহুই হুল্লোড় তার কাছে বিরক্তিকর লাগেতবে ত্রপা আসতে বলেছে তাই এসেছেত্রপা কোন অনুরোধ করলে ফেলতে পারে না আকিব
 

আকিবের বন্ধু বান্ধব বেশি নাইসে এক কোণায় দাঁড়িয়ে গেইট দিয়ে ঢোকা মানুষগুলোকে লক্ষ্য করছেতার মনে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে, মানুষ এত সাজতে পারে কিভাবে! বেশিরভাগ মেয়েই মুখ ভর্তি মেকাপ দিয়ে এসেছেচোখে কি যেন জ্বল জ্বল করছে

বুধবার, ৩ জুলাই, ২০১৩

সেলিব্রেটি

রাত সাড়ে তিনটা বাজছে। কিছুক্ষণ পরই পাখি ডাকা শুরু হবে। মসজিদ গুলো থেকে ভেসে আসবে ফজরের আযান। আস্তে আস্তে পৃথিবী আলোকিত হয়ে উঠবে। রিমন পিসির সামনে বসে আছে। ফেসবুক খোলা। মেসেজের ট্যাবের দিকে মনযোগ ওর।

সোমবার, ১ জুলাই, ২০১৩

ইনবক্স

আচ্ছা একটা না দেখা ছেলের কথা শুনে তার জন্য কান্না আসে কেন! নিজেই নিজেকে প্রশ্ন করে ইসরাত। গত কয়েকদিন ধরে বেজায় মন খারাপ ওর। রাতের বেলা কষ্টটা আরো বেড়ে যায়। একটা ছেলের এত দু:খ থাকবে কেন।

এমন অবস্থা যে লুকিয়ে কাঁদতে হয়। বাসার কেউ দেখলে জিজ্ঞেস করে বসবে, কান্নার কারণ কি। মা-টা সব বুঝে যায়। তাই কান্নার সময়ও সাবধানে থাকতে হয়। যাতে আশে পাশে কেউ না থাকে। এজন্য বাথরুমে ঢুকে অনেকটা সময় থাকে ইসরাত।

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

অনুরোধ

: আচ্ছা একটা অনুরোধ করবো রাখবে?
:
আগে বলো, রাখার মত হলে রাখা হতেও পারেরাখার মত না হলে তুলে রাখবোতবে ফেলে দেবো না এ ব্যাপারে পুরাপুরি নিশ্চিত থাকতে পারো
:
তুমি না.......

শনিবার, ৮ জুন, ২০১৩

লিংক পিডিয়া (Bangladesh)

নাহ (গল্প)

চোখ বন্ধ করলেই ঘুম হয়ে গেলে ভাল হতো। জোর করে চোখ বন্ধ করে রাখছি। কিন্তু ঘুমের কোন দেখা নেই। এ মুহূর্তে যে কেউ আমাকে দেখলেই মনে করবে আমি ঘুমিয়ে আছি। কিন্তু বুঝবেও না আমি ঘুমের জন্য কি সংগ্রামটাই না করছি।

সারপ্রাইজ

লুবনার মেজাজ চরম খারাপ। জন্মদিনে মেজাজ খারাপ করা ভাল দেখায় না। কিছুক্ষণ আগে বন্ধুদের সাথে জন্মদিনের উইশ করে এসেছে।
হলে থাকে। রুমমেট চারজনই এখন আত্মীয়। কেক এনে কাটাকাটি হলো। একজনের মুখে অন্যজন কেক মাখিয়ে দিলো। নিজের মেজাজ খারাপের বিষয়টা আড়াল করে ওদের সাথে মাস্তি করেছে লুবনা।