মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

অনুরোধ

: আচ্ছা একটা অনুরোধ করবো রাখবে?
:
আগে বলো, রাখার মত হলে রাখা হতেও পারেরাখার মত না হলে তুলে রাখবোতবে ফেলে দেবো না এ ব্যাপারে পুরাপুরি নিশ্চিত থাকতে পারো
:
তুমি না.......
: কি?
:
সিরিয়াস মুডও বদলিয়ে দাও কথা দিয়েভারী পরিবেশ হালকা করে দাও
:
আচ্ছা বলোআমি সিরিয়াস ভঙ্গিতে তোমার কথা নিচ্ছি, কোন হালকাহালকি নাই
:
নাহ, বলবো নাঅতি স্বার্থপর ইচ্ছাঅনুরোধটা করা কোনমতেই উচিত নাতারপরও কেন যে মনে আসেআমিই নিজেই বিরক্ত এ কথাটা মনে আসায়
: আরে বলেই ফেলো না
:
বলবো? আচ্ছা বলছিতবে রাখতে হবে নারাখলে তোমাকে আড়াল রাখা হবেযেটা ঠিক না
:
এত কথা বলছো যে! বলেই ফেলো খুব অসম্ভব না হলে অবশ্যই রাখবো
:
আচ্ছা অনুরোধ নয়এম্নেই বলি, এত গুরুত্ব দেয়ার দরকার নেইইশ তুমি যদি শুধু আমার জন্য লিখতে, শুধুই আমার জন্যতোমার লেখাগুলো আর কেউ না দেখতেমাঝে মাঝে ইচ্ছা করে তোমাকে সকলের কাছ থেকে লুকিয়ে রাখতেদেখেছো, এত বয়স হলো তারপরও কি ছেলেমানুষী করিআমার কথা তোমার রাখতে হবে না
:
ঠিক আছে, সামনে থেকে লেখাগুলো হবে শুধু তোমার জন্যপ্রিয় মানুষের ইচ্ছা রাখার মধ্যে অন্যরকম আনন্দ আছে
: নাহ তোমার আমার কথা রাখতে হবে নাআচ্ছা, তুমি এত ভাল কেন! এত ভাল হতে তোমাকে বলছে কে! চোখে পানি এনে দাওএটা একদম ঠিক নাএকদম ঠিক না
মেয়েটি চোখের পানি আড়াল করতে অন্য রুমে ছুটে যায়

ফেবুতে : https://www.facebook.com/hasanmunna01/posts/4337196608179