গুগলের এডসেন্স প্রোগ্রামের মাধ্যমে অনেকে অর্থ উপার্জন করে। ব্যক্তিগত ভাবে
বিজ্ঞাপন সংগ্রহ করা অনেকের পক্ষে সম্ভব হয় না। গুগল বিজ্ঞাপন দাতা এবং সাইটের
মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়া হয় এডসেন্সের মাধ্যমে। কোন সাইট এডসেন্সের জন্য
আবেদন করা হলে গুগল শর্তপূরণ সাপক্ষে সেটা এপ্রুভ করে নেয়। পরে সেখানে গুগল
বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন থেকে অর্জিত অর্থের একটা অংশ গুগল সাইটের মালিকের সাথে
শেয়ার করে। তবে অনেকের অভিযোগ এডসেন্সে তাদের আবেদন এপ্রুভ করা হচ্ছে না।
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
গুগল এডসেন্স এপ্রুভ না হওয়ার তিন কারণ
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
গুগল ভয়েসে বাংলা টাইপ : বলবেন আপনি টাইপ করবে গুগল
বাংলা টাইপ : মাঝে মাঝে লেখার ওপর আমাদের বিরক্ত আসে। ভাবি ইশ আমাদের লেখাগুলো যদি কেউ লিখে দিতো। আমরা বলব আর কেউ শুনে শুনে লিখবে। কতই না ঝামেলা কমত।
আমাদের সে হতাশা কাটাতে এগিয়ে এসেছে গুগল ভয়েস। এখন গুগল ভয়েস
দিয়ে বাংলাতেও লেখা যাচ্ছে। তবে তা কাগজের পাতায় না। মোবাইলের পাতায়। আর কষ্ট করে
অক্ষর দেখে দেখে টাইপ করতে হবে না। আমরা বলবো। আর তা শুনে শুনে টাইপ করে দেবে
গুগল। এবং লেখাগুলো বাংলা অক্ষরেই।
শনিবার, ৪ মার্চ, ২০১৭
চট্টগ্রামে বাস কাউন্টার, বিমান
হঠাৎ করে বাস কাউন্টারে যোগাযোগের প্রয়োজন পড়ে। কয়টায় কয়টায় ছাড়ে, সিট আছে কিনা এসব বিষয় কাউন্টারে ফোন দিয়ে সহজেই জানা যায়। ভ্রমণকারীদের জন্য এ পোস্টটি।
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
মার্কেটের সাপ্তাহিক ছুটি
কোন নির্দিষ্ট মার্কেটে শপিং করতে গিয়ে যদি দেখেন পুরা মার্কেটই বন্ধ তখন মেজাজ অনেক খারাপ হয়। নিজেকে বোকা মনে হয়। এজন্য আপনার পছন্দের মার্কেটে যাওয়ার আগে ওই মার্কেটের সাপ্তাহিক ছুটির দিনটা জেনে যান। যাতে মার্কেটে গিয়ে আপনাকে হতাশ না হতে হয়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)