শুক্রবার, ১০ জুন, ২০২২

ফ্রিল্যান্সিংয়ে গ্রাফিক্স : যেভাবে গাড়ি বাড়ি করেছেন সুলতান

শুরুটা ২০১০ সাল থেকে। তখন ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব কম জনই জানতো। শেখার স্কোপও ছিল কম। তখন থেকে সুলতান হোসেন চেষ্টা করেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কিছু আয় করতে। সেক্টর হিসেবে বেছে নেন গ্রাফিক্স। প্রথম বছরে আয় করেন মাত্র ৫০ ডলার। পরের বছরে আয় বৃদ্ধি পেয়ে হয়ে ২০০০ ডলার।

ঠিক পরের বছর আয় হলো তিন হাজার ডলার। আর চতুর্থ বছরে গিয়ে ডাবল হলো ফ্রিল্যান্সিং থেকে আয়। ৬ হাজার ডলার আয় করলেন। আর এখন গাড়ি বাড়ি সব করেছেন। স্ত্রীকে গাড়ি উপহার দেন। সব হয়েছে ফ্রিল্যান্সিং থেকে।

সুলতানের পরামর্শ হচ্ছে, এখাতে আয় করতে হলে অন্তত দুইটা বছর সময় নিয়ে আসার। যে বিষয়টাতে কাজ করতে ইচ্ছুক সেটাতে চার মাসের কোন কোর্স নেয়া।

কেউ ফ্রিল্যান্সিং থেকে আয় করতে চায়। কিন্তু বুঝতেছে না কিভাবে শুরু করবে। শুরুটা কিভাবে করা যায়?

সুলতান হোসেনের মতে, আপনি আসলে নিজে কোনটাতে ভালো সেটা আগে ঠিক করতে হবে। হতে পারে ভালো লিখতে পারেন। তাহলে লিখে অনেক লাখ টাকা আয় করা সম্ভব। যেকোন সেক্টরে আয় করতে পারবেন। কিন্তু এজন্য একটা গাইড দরকার। যার কাছ থেকে শিখছেন সে কী আর্ন করে সেটাও আগে দেখতে হবে। ভালো জায়গা থেকে শেখা। যেকোন একটা বিষয়ে স্কিল দরকার। যেটাই শিখুন না কেন সেটার স্কিল যাতে ভালো হয়।

ফেসবুক প্রোফাইল : https://www.facebook.com/freelancer.sultan.hossain



ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/c/SultanHossaindifan/videos

ফেসবুক গ্রুপ : https://web.facebook.com/groups/difan016

ওয়েব সাইট : https://www.sultan-hossain.com/